Dhupguri: বিয়ের আনন্দের মাঝেই আগুনে পুড়ে সব ছাই! ভয়ঙ্কর কাণ্ড বানারহাটে
Banarhat: যদিও আগুন দেখতে পেয়েই তা নেভাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলেও। খবর পেয়ে ধূপগুড়ির দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। যদিও ততক্ষণে এক্কেবারে রুদ্ররূপ ধারণ করেছে আগুন। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বানারহাট: দু’দিন আগেই ছিল বিয়ের অনুষ্ঠান। সেই আনন্দের রেশ মেলাতে না মেলাতেই আগুনের লেলিহান শিখা নিয়ে এল বিষাদের মেঘ। দিনের আলোতেই বাড়িতে লেগে গেল ভয়াবহ আগুন। শুধু দুই ঘরই পুড়ল না, পুড়ে ছাই হয়ে গেল পাঁচ বিঘা জমির ধান। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির মালিক। ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট থানার অন্তর্গত অংরাভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব খয়েরকাটা এলাকায়।
এখানেই বাড়ি ভূপেন চন্দ্র রায়ের। দু’দিন আগেই তাঁর বাড়িতে ছিল বিয়ের অনুষ্ঠান। স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর বেশ কিছু আবর্জনা জমা হয়েছিল। মঙ্গলবার তা পোড়াতে গিয়েই বিপত্তি। আগুন ছড়িয়ে পড়ে পাশের খড়ের গদায়। চোখের পলকে আগুনের লেলিহান শিখাও ধেয়ে আসে বাড়ির দিকেও। মুহূর্তেই ভষ্মীভূত হয়ে যায় ঘর। খড়ের গদায় জমা করা ছিল প্রায় পাঁচ বিঘা জমির ধান। ক’দিন আগেই তা জমি থেকে তোলা হয়েছিল। বাড়ির লোকজনের চোখের সামনেই তা এক্কেবারে ছাইয়ে পরিণত হয়ে যায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
যদিও আগুন দেখতে পেয়েই তা নেভাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলেও। খবর পেয়ে ধূপগুড়ির দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। যদিও ততক্ষণে এক্কেবারে রুদ্ররূপ ধারণ করেছে আগুন। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দমকলে অনেক আগে খবর দেওয়া হলেও তারা অনেক দেরিতে এসেছে। ফলে ভয়ঙ্কর আগুনের গ্রাসে কিছু সময়ের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে যায়। যদিও শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা তো বটেই দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
