BJP: মোরাম রাস্তাতেও দুর্নীতি? তৃণমূল নয়, ভোটের আগে উত্তরবঙ্গে বেকায়দায় বিজেপি
BJP in North Bengal: রাজ্যজুড়ে ওঠা বিভিন্ন দুর্নীতির ইস্যুতে যখন লাগাতার তৃণমূলকে বিঁধছে বিজেপি তখন যেন উলটপুরান হলদিবাড়িতে। বিজেপির হাতে রয়েছে ১৪ আসনের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও তৃণমূল উভয়েই ৭টি করে আসন পায়। পরে টসে জিতে বিজেপি বোর্ড গড়ে। এখানেই ঘটেছে এ ঘটনা।

হলদিবাড়ি: সেই শিক্ষা দুর্নীতি থেকে শুরু। দুর্নীতির অভিযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না মেখলিগঞ্জ বিধানসভাকে। তৃণমূল নয়, এবার দুর্নীতির ছিটে লেগে গেল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে। মাত্র ১ কিলোমিটার মোরামের রাস্তা মেরামত। এবার সেখানেও দুর্নীতির অভিযোগ উঠল। ভোটের আগে তাতেই অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরের অন্দরে। আর এই ইস্যুতে তৃণমূল-বিজেপি দুই যুযুধান দলকেই খোঁচা মেরে বামেদের মন্তব্য দুটোই সমান। মুদ্রার এপিঠ আর ওপিঠ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপির। তবুও কিছুতেই বিতর্ক থামছে না।
রাজ্যজুড়ে ওঠা বিভিন্ন দুর্নীতির ইস্যুতে যখন লাগাতার তৃণমূলকে বিঁধছে বিজেপি তখন যেন উলটপুরান হলদিবাড়িতে। বিজেপির হাতে রয়েছে ১৪ আসনের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও তৃণমূল উভয়েই ৭টি করে আসন পায়। পরে টসে জিতে বিজেপি বোর্ড গড়ে। অভিযোগ পার মেখলিগঞ্জ গ্রামপঞ্চায়েতে ১/১৭২ নং বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রায় এক কিলোমিটার মোরামের রাস্তা মেরামতের জন্য প্রায় দু লাখ টাকা বরাদ্দ হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার মাত্র ৪ ট্রলি মোরাম ফেলে মেরামতের কাজে ইতি টেনেছেন। আর এতেই বেজায় চটেছেন তাঁরা। তুলেছেন দুর্নীতির অভিযোগ। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দা কল্যাণ রায়, বিধান রায়েরা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। বিজেপির তুলোধনা করছেন তৃণমূলের ব্লক সভাপতি মানস রায় বসুনিয়া। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপিও। তারপরেও যদিও খতিয়ে দেখার কথা বলছেন, বিজেপির হলদিবাড়ি মণ্ডল সভাপতি প্রদীপ রায়, পঞ্চায়েতের প্রধান রমানাথ বর্মনরা। এ বিষয়ে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু জানান বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।
