জলপাইগুড়ি: কয়েকদিন আগেই বেরিয়েছে প্রথম দফা পুর নির্বাচনের ফলাফল। সেখানে বিরোধীদের পর্যুদস্ত করে একচেটিয়া জিতেছে তৃণমূল। যদিও ভোটে সন্ত্রাসের বারবার অভিযোগ করেছে বিরোধী দলগুলি। কখনও ভোট কারচুপি, তো কখনও দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন জেতার দিনের দিনই শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গৌতম দেবের ভোটে জেতার কারণ হিসেবে ইভিএম কারচুপি দেখছে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী। সোমবার জলপাইগুড়িতে প্রচারে এসে এমনই অভিযোগ করলেন তিনি।
পৌর নির্বাচন উপলক্ষে সোমবার জেলায় এসেছেন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী। এদিন তিনি প্রচারে যান ৯ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী যশোদা ছেত্রীর সমর্থনে প্রচার করতে। সেখানে প্রচার চালাবার ফাঁকে সাংবাদিক দের মুখোমুখি হন। শিখা দেবী অভিযোগ করে বলেন, “শিলিগুড়ির মানুষ বিজেপির সঙ্গে ছিল। তা বুঝতে পেরে গৌতম দেব ইভিএম কারচুপি করে ভোট ছিনিয়ে নিয়ে এবার জিতলেন। অন্যান্য পৌরসভাতেও একই পথে হাঁটতে চলেছে তৃণমূল। সেই কারণে বিরোধীদের প্রচারে বাধা দিচ্ছে। তাদের ভয় দেখান হচ্ছে। ফ্লেক্স ফেস্টুন ইত্যাদি ছিঁড়ে দেওয়া হচ্ছে। ভোটারদের ধমক চমক দেওয়া হচ্ছে। বলা হচ্ছে তৃণমূলকে ভোট না দিলে দুয়ারে প্রহার করা হবে।”
যদিও, বিজেপি বিধায়কের দাবী উড়িয়ে দিয়ে যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী বলেন, “ইভিএম কারচুপি তৃণমূল নয় বিজেপি করে। আর কারচুপি করে লোকসভায় ৩০০ বেশি আসনে জিতেছে। আর শিখা চ্যাটার্জীর প্রদীপের শিখা এখন নেভার পথে। এবার ব্যাপক ভোটে হারবে বিজেপি। তাই এসব বুঝে এখন উল্টোপাল্টা মন্তব্য করছেন তিনি।”
আরও পড়ুন: Russia-Ukraine Conflict : সীমান্তে উড়ল সেনা ছাউনি, রাশিয়ার অভিযোগ ওড়াল ইউক্রেন
আরও পড়ুন: Keshpur: মাস্টারমশাই বিয়ে করেছেন, স্কুলে খাওয়ানো হল মদ মাংস… ক্ষোভে ফুঁসছে গ্রাম