জলপাইগুড়ি : অর্থের অভাবে যাতে সার্কিট বেঞ্চের কাজের গতি যাতে থমকে না যায়, সেই মর্মে জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়ে গেলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রবিবার বিকেলে এক ঝটিকা সফরে জলপাইগুড়িতে আসেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। বিকেল ৪ টে নাগাদ প্রথমে তিনি আসেন জলপাইগুড়ি সার্কিট হাউসে। সেখানে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জেলাশাসক মৌমিতা গোদারা বসু। জেলাশাসকের সঙ্গে ছিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ অন্যান্য আধিকারিকেরা। সেখান থেকে প্রধান বিচারপতি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর কাজের অগ্রগতি দেখতে চলে যান জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায়। কাজের সামগ্রিক অগ্রগতির চিত্রটা কেমন, তা পরিদর্শন করেন প্রধান বিচারপতি। এরপর তিনি জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকার অস্থায়ী সার্কিট বেঞ্চও ঘুরে দেখেন।
পাহাড়পুরে স্থায়ী পরিকাঠামোর পরিদর্শনের পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জেলার প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। প্রধান বিচারপতিকে কাজের খসরা পরিকল্পনা দেখান পূর্ত দফতরের পদস্থ কর্তারা। প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু এবং অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা। খসরা দেখার পর কাজের গতিপ্রকৃতি দেখে উপস্থিত আধিকারিকদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন ৩১ ডি জাতীয় সড়কের ধারে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর কাজ শুরু হয়।স্থায়ী পরিকাঠামো গড়ে তোলার জন্য ৩৭৬ কোটি টাকা অনুমোদন করে রাজ্য সরকার।
কাজ শুরু হওয়ার পর এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও কাজ যতটা গতিতে এগোনোর কথা তা হয়নি। কেন ধীর গতিতে কাজ চলছে, তার কারণ জানতে চান প্রধান বিচারপতি। এরপর জেলা শাসককে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। টাকার অভাবে যাতে কাজের গতি থমকে না যায় সেই মর্মে জেলা শাসককে বিষয়টি দেখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। জানা গিয়েছে, স্থায়ী সার্কিট বেঞ্চ নির্মাণের কাজের জন্য ৩৭৬ কোটি টাকার মধ্যে এখনও পর্যন্ত ২৯ কোটি টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। প্রধান বিচারপতির এই সফরের পর জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন, নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানানো হয়েছে ।
আরও পড়ুন : Body Recover: বাপ মরা ছেলেদের নিয়ে নতুন করে সংসার মহিলার, এমন সর্বনাশ ভাবতেও পারছে না পরিবার…
আরও পড়ুন : BJP Leader Sukanta Majumdar : দলীয় শৃঙ্খলা সবার আগে, গৌরীশঙ্করদের পদ ছাড়াতেও ‘কড়া’ সুকান্ত