Chess Competition: করোনা পরবর্তী শিশু মনে দাবা ‘অব্যর্থ ওষুধ’, বোঝালেন দাবারু দিব্যেন্দু বড়ুয়া

আগামী ২৭ শে ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর জলপাইগুড়ির এক বিলাসবহুল ভবনে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভারতের পাশাপাশি ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকেও প্রতিযোগীরা অংশ নেবেন এই প্রতিযোগিতায়। প্রায় ৩০০ জন দাবাড়ু এতে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

Chess Competition: করোনা পরবর্তী শিশু মনে দাবা 'অব্যর্থ ওষুধ', বোঝালেন দাবারু দিব্যেন্দু বড়ুয়া
দিব্যেন্দু বড়ুয়াImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 1:06 PM

জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরে বসবে আন্তর্জাতিক দাবার আসর। তার প্রচারেই রবিবার জলপাইগুড়ি শহরে এসেছিলেন বাংলার প্রথম গ্রান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। জলপাইগুড়ি শহরে দাবা খেলার প্রচারে এসে দিব্যেন্দু জানিয়েছেন দাবা খেললে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। করোনা পরবর্তী সময়ে যা অত্যন্ত প্রয়োজন। মানসিক স্বাস্থ্যের পরিচর্যায় যা অত্যন্ত কার্যকরী বলে মনে করেন তিনি।

আগামী ২৭ শে ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর জলপাইগুড়ির এক বিলাসবহুল ভবনে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভারতের পাশাপাশি ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকেও প্রতিযোগীরা অংশ নেবেন এই প্রতিযোগিতায়। প্রায় ৩০০ জন দাবাড়ু এতে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

দাবা প্রতিযোগিতার প্রচারে একটি ব়্যালির আয়োজন করা হয়েছিল। তার পরই সাংবাদিক সম্মেলনে দিব্যেন্দু বড়ুয়া বলেন, “শরীর ও মানসিক এই দুই স্বাস্থ্যকে চাঙ্গা রাখতে খেলার কোনও বিকল্প হয় না। করোনা পরিস্থিতিতে শিশুদের হাতে মোবাইল চলে যাওয়ার পর থেকে তারা মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে। বিষয়টি উদ্বেগের। এর জেরে মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। দাবা খেলার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের বিকাশ হয়। যা এই পরিস্থিতি কাটাতে অনেক সাহায্য করবে।” এর পাশাপাশি এই ধরনের প্রতিযোগিতার আয়োজনকেও সাধুবাদ জানিয়েছেন তিনি। এই ধরনের প্রতিযোগিতা কমবয়সিদের দাবার প্রতি আগ্রহ বাড়াবে বলেও আশা তাঁর।