জলপাইগুড়ি: বিজেপি সাংসদ-সহ জেলা সভাপতি ও একগুচ্ছ নেতাদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। পোস্ট পড়ল একেবারে বিজেপির জেলা কার্যালয় সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হলেও মুখে কুলুুপ বিজেপি নেতাদের। এদিকে যে পোস্টার ভাইরাল হয়েছে তার নিচে যদিও কারও নাম লেখা নেই। শুধু নিচে লেখা ‘বিজেপির সকল সদস্যবৃন্দ’। এই পোস্টারই পড়েছে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের কাছে থাকা জেলা কার্যালয়ের সামনে। যা ঘিরে এখন তুমুল রাজনৈতিক তরজা।
তৃণমূলের দাবি, গোষ্ঠী কোন্দল বেড়েছে বিজেপির অন্দরে। তারই ছবি সামনে এসে গিয়েছে। এই নিয়ে এলাকার বিজেপি নেতারা মুখে কুলুপ আঁটলেও সরব হয়েছেন সাংসদ। বাংলার শাসকদলকে কাঠগড়ায় তুলে তিনি বলছেন, তৃণমূলই এই এই কাজে সিদ্ধহস্ত। চাপানউতোর চলছে এলাকায়। স্থানীয় ব্যাবসায়ী ভবতোষ ভৌমিক বলছেন, “শুনলাম পোস্টার পড়েছে। তবে কে এই ফ্লেক্স লাগিয়েছে তা আমি দেখিনি।”
তৃণমূলের জেলা কমিটির সদস্য নিতাই কর তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, “গোষ্ঠী কোন্দলে জর্জরিত বিজেপি। আর নিশ্চয়ই তছরুপ হয়েছে। নইলে পোস্টার পড়বে কেন! বিজেপি অবশ্যই দুর্নীতি করে।” এখানেই না থেমে তিনি বলেন, “এমএলএ কেনা বেচা থেকে ভোটের সময় কোটি কোটি টাকা আসে। ভোট চলাকালীন জলপাইগুড়ি জেলায় সেই টাকা একাধিক বার ধরা পড়েছে। এগুলোই তো দুর্নীতির প্রমাণ। তৃণমুল কংগ্রেস নিজেদের কর্মসূচি নিয়েই ব্যস্ত থাকে।” তবে ছেড়ে কথা বলতে নারাজ বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। তিনি বলছেন, যে বা যারা এই পোস্টার ঝুলিয়েছে তারাই বলতে পারব কে তছরূপ করেছে। তবে এর পিছনে তৃণমূলেরই হাত রয়েছে বলে খোঁচা দিয়েছেন তিনি।