Protest: ‘মুছবি যত, লিখব তত’, মাথাভাঙার ঘটনার প্রতিবাদ পথে এঁকেই
Jalpaiguri: রং-তুলি দিয়েই এদিনও প্রতিবাদের ভাষাকে মূর্ত করে তোলেন তাঁরা। সোমবার রাতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা দফতরের সামনে চলে প্রতিবাদ। তিলোত্তমাকাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবি তোলেন তাঁরা।
জলপাইগুড়ি: তিলোত্তমাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মাথাভাঙার রাস্তায় ছবি এঁকেছিলেন প্রতিবাদী শিল্পীরা। সেই ছবি মুছে শিল্পীদের মারধর করার অভিযোগ উঠেছিল। রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার পথে নামেন বামপন্থী সরকারি কর্মচারিরা। পরিবারের সদস্যদের নিয়ে পথে নামেন তাঁরা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
রং-তুলি দিয়েই এদিনও প্রতিবাদের ভাষাকে মূর্ত করে তোলেন তাঁরা। সোমবার রাতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা দফতরের সামনে চলে প্রতিবাদ। তিলোত্তমাকাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবি তোলেন তাঁরা।
গত ৫ সেপ্টেম্বর রাত জাগো কর্মসূচি নিয়ে পথে পথে প্রতিবাদ চলছিল। কোচবিহারের মাথাভাঙাতেও চলছিল প্রতিবাদ। ছবি এঁকে, গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন সাধারণ মানুষ। আচমকা কয়েকজন এসে জল ঢেলে রাস্তায় আঁকা প্রতিবাদের ছবি মুছে দেন। এ নিয়ে কম সমালোচনা হয়নি। তবে ছবিতে জল ঢেলে থামানো যায়নি প্রতিবাদ।
এদিন জলপাইগুড়িতে বাবার সঙ্গে স্ট্রিট পেন্টিংয়ে হাত লাগান উদীষা দত্ত। তিনি বলেন, “স্ট্রিট পেন্টিংয়ে প্রতিবাদ করছি আমরা। দাবি একটাই বিচার যেন পাই। আমরা আত্মবিশ্বাসী বিচার পাবই। প্রতিবাদের ছবি এঁকে দিয়েছি রাস্তায়।”
এক মাস ধরে আমরা প্রতিবাদ করছি। জেলাশাসকের দফতরের বিক্ষোভ দেখিয়েছি, মিছিল জমায়েত করেছি। আমাদের প্রতিটা কর্মসূচিতে পরিবার নিয়ে পথে নামছি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ির যুগ্ম সম্পাদক রাজদীপ দত্ত বলেন, “এক মাস ধরে আমরা প্রতিবাদ করছি। জেলাশাসকের দফতরের বিক্ষোভ দেখিয়েছি, মিছিল জমায়েত করেছি। আমাদের প্রতিটা কর্মসূচিতে পরিবার নিয়ে পথে নামছি।”