Dhupguri Co-operation Election: উড়ল লাল ঝান্ডা! তৃণমূলকে গোল দিয়ে ‘লাল-গড়’ অটুট রাখল বামেরা

Dhupguri Co-operation Election: অশান্তি এড়াতে মোতায়েন হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। তবে কোনও রকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়নি। শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ভোটপর্ব। সবশেষে সমবায়ের ৯টি মধ্য়ে ৮টি আসনে জয়লাভ করেছে বাম প্রার্থীরা। ১টি আসন গিয়েছে তৃণমূলের কাছে।

Dhupguri Co-operation Election: উড়ল লাল ঝান্ডা! তৃণমূলকে গোল দিয়ে লাল-গড় অটুট রাখল বামেরা
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Jun 23, 2025 | 9:26 AM

জলপাইগুড়ি: হাতে আর ঘণ্টাখানেক। তারপরই প্রকাশ হবে কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গণনা। বাংলার কালীগঞ্জ ছাড়াও দেশের আরও চার জায়গা সোমবার প্রকাশ হবে উপনির্বাচনের ফলাফল। কালীগঞ্জে বামেরা প্রার্থী দেয়নি। কংগ্রেস মনোনীত প্রার্থীকেই তারা সমর্থন জানিয়েছে। তবে সেই সমর্থনে তাদের ভোটের শিকে ছিঁড়বে কিনা সে উত্তর সময় দেবে। অন্তত কালীগঞ্জ না হোক, ধূপগুড়ি তো রয়েছে।

জলপাইগুড়ির ধূপগুড়িতে বাম শিবিরের জন্য আজ উৎসবের দিন। কারণ, তৃণমূলকে একের পর এক গোল দিয়ে জয় হয়েছে তাদের। রবিবার সেখানে মাগুরবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলতাগ্রাম সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে সিপিএম। কার্যত ধরাশায়ী ঘাসফুল শিবির।

সকাল থেকেই শুরু হয়েছিল ভোটপর্ব। দিনের দিন ফলাফল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমবায় নির্বাচনে অশান্তি এড়াতে মোতায়েন হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। তবে কোনও রকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়নি। শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ভোটপর্ব। সবশেষে সমবায়ের ৯টি মধ্য়ে ৮টি আসনে জয়লাভ করেছে বাম প্রার্থীরা। ১টি আসন গিয়েছে তৃণমূলের কাছে।

এদিন জয়ের পর তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে ধূপগুড়ির বাম শিবির। স্থানীয় সিপিআইএম নেতা মুক্তার আলি বলেন, ‘আমাদের উপর আক্রমণ করেছে, ছাপ্পা ভোট করেছে। তারপরেও আমরা জিতেছি। মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। ধূপগুড়ি প্রশাসনকেও ধন্যবাদ।’

অন্যদিকে ধূপগুড়িতে বামেদের জোর বেশি বলেই জয়, দাবি স্থানীয় তৃণমূল নেতা মুকুল রায়ের। তাঁর কথায়, ‘এখানে বরাবরই সিপিআইএম জিতে আসছে। আমরা প্রার্থী দিয়েছি। চেষ্টা করেছি। আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করেছি, এটাই আমাদের পাওয়া। আমরা ওদের জবাব দিয়েছি। ওরা বুঝে গিয়েছে, তৃণমূল কংগ্রেস ওদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।’