e Dhupguri: রাতেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর বিপদ, রেললাইনে এই দৃশ্য দেখেই ছুটলেন স্থানীয় যুবকরা - Bengali News | Crack in a rail track in Dhupguri found at night | TV9 Bangla News

Dhupguri: রাতেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর বিপদ, রেললাইনে এই দৃশ্য দেখেই ছুটলেন স্থানীয় যুবকরা

Rail Track: কয়েকদিন আগে এভাবেই বরাতজোরে বেঁচে যায় পাঁশকুড়া-দিঘা লোকাল। ওই লাইনেরও একটি ট্র্যাকে ফাটল দেখা গিয়েছিল। সেখানেও স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সম্প্রতি রেল মন্ত্রকের তরফে বাংলার একাধিক লোকাল ট্রেনের রুটে কবচ সিস্টেম বসানোর কথা জানানো হয়েছে।

Dhupguri: রাতেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর বিপদ, রেললাইনে এই দৃশ্য দেখেই ছুটলেন স্থানীয় যুবকরা
রেল লাইনে ফাটলImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 31, 2026 | 6:59 AM

মালবাজার: বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি ডিএমইউ ট্রেন। উত্তরবঙ্গে মালবাজার ও বড়দিঘি স্টেশনের মধ্যবর্তী মহাকাল মোড় এলাকায় আচমকা রেললাইনে ফাটল দেখা যায়। স্থানীয় লোকজনের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দ্রুত রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে, ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় কয়েকজন যুবক রেললাইনে ফাটলটি লক্ষ্য করেই দ্রুত নিকটবর্তী রেলগেটের কর্মীকে বিষয়টি জানান। খবর পেয়ে রেলকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলে লাইনে স্পষ্ট ফাটল দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

এরপর নিরাপত্তার কথা মাথায় রেখে ওই রুটে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। মালবাজার স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ডিএমইউ ট্রেনটি। প্রায় দু’থেকে আড়াই ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। রেলের তরফে দ্রুত মেরামতির কাজ শুরু করা হলে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় যুবকদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট ডেমু ট্রেনটির শিলিগুড়ি জংশন থেকে নিউমাল জংশন হয়ে বামনহাটগামী যাওয়ার কথা ছিল। কী কারণে ওই ফাটল দেখা দিল, তা স্পষ্ট নয়। এই বিষয়ে রেলের আধিকারিকদের তরফে এখনও কিছু জানানো হয়নি।

কয়েকদিন আগে এভাবেই বরাতজোরে বেঁচে যায় পাঁশকুড়া-দিঘা লোকাল। ওই লাইনেরও একটি ট্র্যাকে ফাটল দেখা গিয়েছিল। সেখানেও স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সম্প্রতি রেল মন্ত্রকের তরফে বাংলার একাধিক লোকাল ট্রেনের রুটে কবচ সিস্টেম বসানোর কথা জানানো হয়েছে। ওই সিস্টেম বসানো হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।