Dengue: পুজোর মুখে ডেঙ্গির বাড়বাড়ন্ত ধূপগুড়িতে

Dengue: পুজোর মুখে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগে রাখছে জেলা স্বাস্থ্য দফতরকে। ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাঠ, মল্লিকপাড়া এবং ডাউকিমারি এলাকায় অনেকেই ডেঙ্গির উপসর্গ নিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। যাঁদের রক্ত পরীক্ষা করে ডেঙ্গির উপস্থিতিও পেয়েছে স্বাস্থ্যদফতর।

Dengue: পুজোর মুখে ডেঙ্গির বাড়বাড়ন্ত ধূপগুড়িতে
ধূপগুড়িতে ডেঙ্গি আতঙ্ক। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2024 | 11:38 AM

ধূপগুড়ি: নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে বাংলা। একাধিক জেলা প্লাবিত। বাড়ছে জলবাহিত রোগ। অন্যদিকে ডেঙ্গি পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। ধূপগুড়িতে নতুন করে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে। তিনজন নতুন করে আক্রান্ত হয়ে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুজোর মুখে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগে রাখছে জেলা স্বাস্থ্য দফতরকে। ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাঠ, মল্লিকপাড়া এবং ডাউকিমারি এলাকায় অনেকেই ডেঙ্গির উপসর্গ নিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। যাঁদের রক্ত পরীক্ষা করে ডেঙ্গির উপস্থিতিও পেয়েছে স্বাস্থ্যদফতর। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁরা সকলেই সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য দফতরের খবর।

নিরঞ্জন পাঠ এলাকার বাসিন্দা জবা রায়, পশ্চিম মল্লিক পাড়ার গৌতম রায় এবং ডাউকিমারির নন্দখালি পাড়া এলাকার বাসিন্দা জীবন সরকার ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। অসমর্থিত সূত্রের খবর, ধূপগুড়ি পুরএলাকায় এই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ ছাড়িয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে পুজোর মুখে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতর-সহ পুরকর্তৃপক্ষের। ধূপগুড়ি হাসপাতালে ভর্তি থাকার পাশাপাশি সেই গ্রামের বেশ কয়েকজন ডেঙ্গির উপসর্গ নিয়ে বাড়িতে রয়েছেন বলে খবর।

জবা রায়ের স্বামী বিশ্বজিৎ রায় বলেন, “সাতদিন ধরে জ্বর। তিনদিন আগে রক্ত পরীক্ষা করার পর হাসপাতাল থেকে জানানো হয় ডেঙ্গি হয়েছে। আমাদের পাড়ায় অনেকেই জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে ভুগছেন। আমাদের সন্দেহ তাঁদের রক্তের পরীক্ষা করলেও হয়তো ডেঙ্গি ধরা পড়বে।”

ধূপগুড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রণয় দাস বলেন, হাসপাতালে এখন তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁরা সকলেই সুস্থ।