AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সন্ধ্যাবাতি দেওয়ার সময়ে ছাত্রীর গলায় সাপের ছোবল! ‘বিরলতম ঘটনা’, বলছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা… কেন?

সন্ধ্যা দিতে তুলসিমন্দিরে গিয়েছিল কিশোরী। আচমকাই গলায় ছোবল দেয় সাপ (Snake)। মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। সর্ব বিশেষজ্ঞরা বলছেন, 'বিরলতম ঘটনা।' ধূপগুড়ি (Dhupguri) ঠাকুরপাঠ উত্তর গোসাইয়ের হাট এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সন্ধ্যাবাতি দেওয়ার সময়ে ছাত্রীর গলায় সাপের ছোবল! 'বিরলতম ঘটনা', বলছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা... কেন?
নিজস্ব চিত্র
| Updated on: Jun 02, 2021 | 9:42 AM
Share

ডুয়ার্স: সন্ধ্যা দিতে তুলসিমন্দিরে গিয়েছিল কিশোরী। আচমকাই গলায় ছোবল দেয় সাপ (Snake)। মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। সর্ব বিশেষজ্ঞরা বলছেন, ‘বিরলতম ঘটনা।’ ধূপগুড়ি (Dhupguri) ঠাকুরপাঠ উত্তর গোসাইয়ের হাট এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় দোলন রায় নামে ছাত্রী সন্ধ্যাবাতি দিচ্ছিল ঘরে। আচমকাই চিৎকার করে ওঠে সে। মেয়ের চিৎকার শুনে মা মঞ্জু রায় ছুটে যান ঘরে। দেখতে পান, মেয়ের গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। প্রশ্ন করতে দোলন জানায়, তাকে সাপে কামড়েছে। প্রথমে তার মা ঝালটিয়া গ্রামের এক ওঝার কাছে তাকে নিয়ে যান। সেখানেই ঝাড়ফুঁক শুরু করা হয়। এলাকার এক যুবক বিষয়টি জানতে পেরে খবর দেন ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনে।

সেই সংগঠনের সদস্যরাই ছাত্রীকে ধূপগুড়ি হাসপাতাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। প্রতিবেশী যুবক ওঝার কাছ থেকে সেই ছাত্রীকে নিয়ে যান ধূপগুড়ি হাসপাতালে। এরপর সেখানে তার চিকিৎসা শুরু হয়।

সর্প বিষারদ মিন্টু চৌধুরী বলেন, “অতি বিরলতম ঘটনা বলে আমার মনে হচ্ছে। কারণ সাপ সচরাচর গলায় কামড় দেয় না। অন্তত আমার স্মরণে আসছে না। সাপ সাধারণত হাতে-পায়ে কামড়ে থাকে। তবে কী সাপ কামড়েছে সেটা এখনও স্পষ্ট নয়।”

আরও পড়ুন: ‘রোগীরা পাননি জীবনদায়ী ওষুধ, ভুল করেছি, ভয় পেয়েছিলাম…’ কান্না ভেজা গলায় স্বীকারোক্তি কলকাতা মেডিক্যাল কলেজের অভিযুক্ত নার্সের

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাধন সরকার বলেন, “কী সাপ কামড়েছে এখনও তা পরিষ্কার নয়। তবে গলায় কামড়ানোর ঘটনা এই প্রথম ধূপগুড়ি হাসপাতালের ইতিহাসে। মেয়েটিকে অবজারভেশনে রাখা হয়েছে।”