Dhupguri Fire: শর্ট সার্কিট থেকে আগুন, ভস্মীভূত গোয়ালঘর থেকে আলু রাখার গুদাম ঘর

Jalpaiguri: শুক্রবার গভীর রাতে মধ্যবোরা গাড়ি এলাকায় একটি গোয়াল ঘরে প্রথমে আগুন লাগে পরে সেই আগুন পাশের ঘড়ে ছড়িয়ে পরে।

Dhupguri Fire: শর্ট সার্কিট থেকে আগুন, ভস্মীভূত গোয়ালঘর থেকে আলু রাখার গুদাম ঘর
প্রতীকী ছবি

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 09, 2022 | 6:41 AM

ধূপগুড়ি: শর্ট সার্কিট থেকে পরপর দু’টি ঘরে আগুন। সেই আগুনে ভস্মীভূত গোয়াল ঘর ও আলু রাখার ঘর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতেপ মধ্যবোরা গাড়ি এলাকায়। শুক্রবার গভীর রাতে মধ্যবোরা গাড়ি এলাকার একটি গোয়াল ঘরে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন পাশের ঘরে ছড়িয়ে পরে। ভস্মীভূত হয়ে যায় গোটা গোয়ালঘর। তবে অল্পের জন্য রক্ষা পায় সাতটি গরু। আগুনের লেলিহান শিখা গ্রাস করে পাশের আলুর গুদামকেও। আংশিক ক্ষতিগ্রস্ত আলুর গুদাম আগুনে পুড়ে যাওয়ার কারণে নষ্ট হয় প্রচুর আলু।

সূত্রের খবর, শুক্রবার বাড়ির সদস্যরা ঘুমোচ্ছিলেন। ওই বাড়ির যিনি ছেলে তিনি বাজার করে ফিরছিলেন। এবার বাড়ি ফিরে তিনি দেখেন দাউ-দাউ করে জ্বলছে গোয়ালঘর। আগুন দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে। নিমেশের মধ্যে গোয়াল ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের আলুর গুদামে। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল বাহিনীকে। দমকল বাহিনী এবং ধূপগুড়ি থানার আই সি সুজয় তুঙ্গা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উদ্দেশে রওনা দেন।

এদিকে, বটতলা রেলগেট বন্ধ থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয় দমকলের। তবে দমকলের আশায় বসে থাকেননি এলাকাবাসী। দমকল পৌঁছনোর আগেই তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে শর্ট-সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। গোয়াল ঘরে সাতটি গরু ছিল, তবে প্রত্যেকটি গরুকেই সঠিকভাবে বের করে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: Pakistan Crisis: অনাস্থা ভোটে হার নিশ্চিত, এবার সরাসরি আমেরিকাকে আক্রমণ ইমরান খানের

আরও পড়ুন: Calcutta High Court: বিচারপতির রায়ে মানহানি হয়েছে, তাই ক্ষতিপূরণ চাই রাজ্যের থেকে! আজব মামলায় কী পর্যবেক্ষণ হাইকোর্টের?