AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: স্কুলে বসেছে পুলিশ ক্যাম্প, বাতিল হল ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা!

Jalpaiguri: জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতেই স্কুলে পুলিশ পৌঁছে গিয়েছিল। পুলিশের থাকার জন্য ক্যাম্প করা হয়েছিল ওই স্কুলে। যেহেতু স্কুল চত্বরে পুলিশকর্মীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে, সেই কারণে আজ জলপাইগুড়ির ওই স্কুলে বাচ্চাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

Jalpaiguri: স্কুলে বসেছে পুলিশ ক্যাম্প, বাতিল হল ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা!
জলপাইগুড়ির অরবিন্দ স্কুল
| Edited By: | Updated on: Apr 05, 2024 | 9:53 PM
Share

জলপাইগুড়ি: স্কুলে বাচ্চা বাচ্চা পড়ুয়াদের পরীক্ষা ছিল। কিন্তু স্কুলের গেটের সামনে এসেও পরীক্ষা না দিয়েই ফিরতে হল পড়ুয়াদের। বাতিল করা হয়েছে এদিনের পরীক্ষা। কারণ, স্কুলে বসেছে পুলিশের ক্যাম্প। শুক্রবার এই দৃশ্যই দেখা গেল জলপাইগুড়ির অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতেই স্কুলে পুলিশ পৌঁছে গিয়েছিল। পুলিশের থাকার জন্য ক্যাম্প করা হয়েছিল ওই স্কুলে। যেহেতু স্কুল চত্বরে পুলিশকর্মীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে, সেই কারণে আজ জলপাইগুড়ির ওই স্কুলে বাচ্চাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

জলপাইগুড়ির অরবিন্দ স্কুলের সহকারি শিক্ষক প্রদীপ দেবনাথ জানাচ্ছেন, ‘গতকাল রাতেই পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল এখানে ক্য়াম্প করেছে। তাঁদের থাকার বন্দোবস্ত করার জন্যই পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। আজ দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা ছিল এবং অন্য়ান্য শ্রেণিরও পরীক্ষা ছিল।’ উল্লেখ্য, আজ জলপাইগুড়িতে এবিপিএস ময়দানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী সভা ছিল। এই অরবিন্দ স্কুল সেই সভা ময়দানের অদূরেই অবস্থিত। যদিও কী কারণে স্কুলে পুলিশ ক্যাম্প করা হয়েছে, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি স্কুল শিক্ষক।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, গতরাতে যখন জানা যায় স্কুলে পুলিশ ক্যাম্প হবে, তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর দিয়ে দেওয়া হয়েছিল। তবে অনেকের কাছে স্মার্ট ফোন না থাকায়, তারা জানতে পারেনি। এদিন সকালে অনেক পড়ুয়াকেই স্কুলের গেট পর্যন্ত এসে বাড়ি ফিরে যেতে হয়েছে। তারা স্কুলে পৌঁছে জানতে পারে আজ পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এরপর স্কুলের গেট থেকে আবার বাড়ি ফিরে যায় ছোট ছোট পড়ুয়ারা।