Flash Flood: ৩ বছর আগের স্মৃতি উস্কে ফের মাল নদীতে হড়পা বান, দশমীর আগে তীব্র আতঙ্ক

Flash Flood in Jalpaiguri: ২০২২ সালের দশমীতে এই মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে ৮ জনের মৃত্যুও হয়েছিল। বিসর্জনের আকাশে আরও ঘন হয়েছিল বিষাদের মেঘ। এবার সেই স্মৃতিতে ফের একবার দোলা লাগতেই ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়।

Flash Flood: ৩ বছর আগের স্মৃতি উস্কে ফের মাল নদীতে হড়পা বান, দশমীর আগে তীব্র আতঙ্ক
আতঙ্কের ছাপ গোটা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 01, 2025 | 6:11 PM

মালবাজার: ফের বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। নবমীর রাত থেকেই প্রবল দুর্যোগের পূর্বাভাস গোটা রাজ্যে। তুমুল বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গেও। বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ, সিকিমের পর্যটকরা। এদিনও জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এরইমধ্যে মালবাজারে ফিরল ৩ বছর আগের স্মৃতি। দশমীর দিন মাল নদীতে দেখা গিয়েছিল ভয়াবহ হড়পা বান। এবার নবমীর দুপুরে ফের হড়পা বান এল সেই মাল নদীতে। বরাত জোরে প্রাণে বাঁচলেন বিসর্জন ঘাটে কাজ করতে থাকা কর্মীরা। তীব্র আতঙ্ক এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিনই আবার মাল নদী ঘাট পরিদর্শনে আসতে দেখা যায় জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন ও জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গনপত। 

২০২২ সালের দশমীতে এই মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে ৮ জনের মৃত্যুও হয়েছিল। বিসর্জনের আকাশে আরও ঘন হয়েছিল বিষাদের মেঘ। এবার সেই স্মৃতিতে ফের একবার দোলা লাগতেই ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। আতঙ্ক সবার চোখেমুখেই স্পষ্ট। তবে এদিন এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকার এক বাসিন্দা বলছেন, “১২টা ১০-১৫ মিনিট নাগাদ হড়পা বানটা আসে। লাইটের জন্য একটা টাওয়ার বসানো ছিল। বানের দাপটে সেটাও ভেসে চলে যায়।” 

এদিকে ২০২২ সালের দশমীর সন্ধ্যার ওই মর্মান্তিক ঘটনার পর থেকে নিরঞ্জন উপলক্ষে প্রতি বছরই সজাগ দৃষ্টি রাখছে প্রশাসন। নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। এদিকে আবহাওয়া দফতর আবার আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলা ভারীয় থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই যেমন দশমীতে উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। একাদশী-দ্বাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। একটানা বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামতে পারে। সে কারণে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।