AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতভর মর্গে ছিল মৃতদেহ, সকালে বীভৎসতা দেখে শিউরে উঠলেন পরিজনরা

আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বাসিন্দা পাপাই মল্লিক। কাজের সূত্রে শিলিগুড়ি (Siliguri)প্রধাননগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

রাতভর মর্গে ছিল মৃতদেহ, সকালে বীভৎসতা দেখে শিউরে উঠলেন পরিজনরা
মৃতদেহ দেখে ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা।
| Updated on: Mar 25, 2021 | 8:08 PM
Share

শিলিগুড়ি: মর্গে অচল ফ্রিজার। এর জেরেই রাতভর মৃতদেহ পচার অভিযোগ উঠল শিলিগুড়ি (Siliguri)জেলা হাসপাতালে। এমনকী রোগীর মৃতদেহ খুবলে খেয়েছে ইঁদুর, এমনটাও অভিযোগ তোলেন মৃতের পরিজনরা। এরপরই হাসপাতালে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও জানান। মর্গের ফ্রিজার যে অচল তা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বাসিন্দা পাপাই মল্লিক। কাজের সূত্রে শিলিগুড়ি প্রধাননগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থায় এসি মেশিন সারানোর কাজ করতেন পাপাই। বুধবার আত্মঘাতী হন তিনি। বিকেলে পরিজনরা দেহ নিয়ে যান হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্ত হওয়ার কথা ছিল। সেইমত শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে দেহটি রাখা হয়।

আরও পড়ুন: ফের রাজ্যে নরেন্দ্র মোদী, ১ এপ্রিল থেকেই শুরু করতে পারেন তৃতীয় দফার প্রচার

বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য দেহ পাঠানোর সময় পরিজনেরা দেখেন গোটা দেহে পচন ধরেছে। উধাও রোগীর নাক। জেলা হাসপাতালের অস্থায়ী মর্গে ফ্রিজ খারাপ থাকায় দেহটি উন্মুক্ত অবস্থায় ফেলে রাখায় দেহে পচন ধরা ও ইঁদুরে খুবলে খাওয়ার অভিযোগে সরব হন রোগীর আত্মীয়রা। শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার প্রদীপ্ত ভট্টাচার্য বলেন, “ঘটনাটা আমি থানাকেও জানিয়েছি। অনেকদিন ধরেই ফ্রিজারটা খারাপ। সকলেই সেটা জানেন।”