Jalpaiguri: পুলিশের তাড়া খেয়ে জঙ্গলে আত্মগোপন, সেখানেই ঘটনা অনর্থ
Jalpaiguri: শনিবার ভোররাতে ময়নাগুড়ি লাটাগুড়ি জাতীয় সড়কের ধারে বোলবাড়ি বাজার লাগোয়া একটি এটিএম এ লুটপাট চালায় পাঁচ দুষ্কৃতীর একটি দল। সাত মিনিটের অপারেশনে দুটো এটিএম ভল্ট ভেঙে পঞ্চাশ লক্ষাধিক টাকা বের করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা।

জলপাইগুড়ি: পুলিশের তাড়া খেয়ে জঙ্গলে আত্মগোপন। কিন্তু শেষ রক্ষা হল! বন দফতর ও পুলিশের যৌথ অপারেশনে বোলবাড়ি এটিএম লুঠের ঘটনায় একে একে গ্রেফতার চার। ধৃতদের মধ্যে দুইজন হরিয়ানা, একজন বিহার আর একজন রাজস্থানের বাসিন্দা। ধৃতদের মধ্যে আসরুফ খান (৫৫) দিল্লি পুলিশের বহিষ্কৃত কনস্টেবল।
শনিবার ভোররাতে ময়নাগুড়ি লাটাগুড়ি জাতীয় সড়কের ধারে বোলবাড়ি বাজার লাগোয়া একটি এটিএম এ লুটপাট চালায় পাঁচ দুষ্কৃতীর একটি দল। সাত মিনিটের অপারেশনে দুটো এটিএম ভল্ট ভেঙে পঞ্চাশ লক্ষাধিক টাকা বের করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। কপাল ছিল মন্দ। সেই সময় লাটাগুড়ি সড়ক হয়ে বাড়ি ফিরেছিলেন রাজু রায় নামে জলপাইগুড়ি র বাসিন্দা এক যুবক।
মধ্যরাতে এটিএম কাউন্টার থেকে কয়েক জনকে বের হতে দেখে সন্দেহ তৈরি হয়।তিনি ফোন করে পুলিশ কে সন্দেহের কথা জানান।গোশালা মোড় থেকে রঙধামালি র পথ ধরে দুষ্কৃতীদের স্করপিও গাড়িটি। ততক্ষনে রাজু’র দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল পথে নাকা তল্লাশি শুরু করে দেয় পুলিশ। বিপদের আঁচ পেয়ে গজলডোবার রাস্তায় গাড়ি ফেলে জঙ্গলে আত্মগোপন করে দুষ্কৃতী। শুরু হয় তল্লাশি অভিযান। এরপর একে একে ৪ জন গ্রেফতার হয়। উদ্ধার হয় ১৫ লক্ষাধিক টাকা। একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

