Jalpaiguri Body Recovered: ডোবার মধ্যে উপুড় হয়েছিল শরীরটা, কাপড়ও অবিন্যস্ত, চা বাগানে ছুটির সকালে অন্য ঘটনা
Jalpaiguri Body Recovered: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি মেটেলি চা বাগানের মালহার লাইনে।
জলপাইগুড়ি: ডোবার মধ্যে উপুড় হয়ে পড়েছিল দেহটা। পরনে জামা কাপড়ও ছিল অবিন্যস্ত। সাতসকালে ঢোবার মধ্যে এক মহিলাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। চা বাগানের ডোবা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেটেলি চা বাগানের ১৭ নম্বর সেকশনে। মৃত মহিলার নাম বয়স বছর পঁয়ত্রিশ হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি মেটেলি চা বাগানের মালহার লাইনে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকালে বাগানের কর্মীরা যখন বাগানে কাজ করতে গিয়েছিলেন, সেই সময় ডোবার জলে ওই মহিলাকে উল্টে পড়ে থাকতে দেখেন।
প্রথমে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি বুঝতে পারেননি। পরে ভাল করে লক্ষ্য করলে তাঁরা দেখতে পান, মহিলার শরীরে কোনও সার নেই। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা এলাকায় ভিড় করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ। ডুবুরি নামিয়ে দেহটি উদ্ধার করা হয়। তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কীভাবে মৃত্যু, আদৌ এটি খুন কিনা, খুনের আগে তাঁর ওপর কোনও যৌন নির্যাতন হয়েছিল কিনা, তা সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তাঁরা। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।