AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: এমন কীর্তন করলেন, হিন্দু ভাবাবেগে আঘাত! ইউটিউবারের নাম গেল থানায়

Jalpaiguri: শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ,  কুৎসিত ওই ভিডিয়ো ভাইরাল করে কার্যত সনাতনি ধর্মের ওপর আঘাত হানা হচ্ছে।

Jalpaiguri: এমন কীর্তন করলেন, হিন্দু ভাবাবেগে আঘাত! ইউটিউবারের নাম গেল থানায়
ইউটিউবারের বিরুদ্ধে থানায় অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 21, 2025 | 8:24 PM
Share

জলপাইগুড়ি: হাতে মদের বোতল নিয়ে বিকৃত অঙ্গভঙ্গি করে কীর্তন অঙ্গের এক গানের মিউজিক ভিডিয়ো বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল। গান গাইলেন, “গোঁসাই আমি মিথ্যে হলেও মাতাল আমি খাঁটি।” আর এই অভিযোগে এক ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ,  কুৎসিত ওই ভিডিয়ো ভাইরাল করে কার্যত সনাতনি ধর্মের ওপর আঘাত হানা হচ্ছে। তাই অবিলম্বে ওই ভিডিয়ো ডিলিট করার পাশাপাশি অভিযুক্ত ইউটিউবারকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত মনোজ দত্ত বলেন, “সামাজিক মাধ্যমে দেখলাম,  জয়ন্ত রায় এক যুবক কীর্তনের পরিবেশ তৈরি করে, হাতে জপ মালা নিয়ে অপসংস্কৃতির ভিডিয়ো করেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সে মদ্যপান করছে, মহিলার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে। এটা হিন্দু সংস্কৃতির চরম অপমান। আমরা প্রশাসনকে জানালাম। আজকেই এই ভিডিয়োটা নজরে এসেছে।”