Jalpaiguri: একটা ভোঁটকা গন্ধ নাকে এসেছিল, পরে জলপাইগুড়ি থেকে মিলল এইসব
Jalpaiguri: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের সুদামগছ এলাকায় আমবাড়ি-বেলাকোবা রাজ্য সড়কের পাশে কয়েকদিন ধরে একটি ভারী বস্তা মুখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে পড়েছিল।

জলপাইগুড়ি: রাস্তার ধারে শাক কুড়োতে গিয়েছিলেন মহিলা। সকালবেলা শাক কুড়োতে যেতেই নাকে এসেছিল ভোঁটকা গন্ধ। তারপর একটু এগোতেই দেখলেন একটি বস্তা। আর সেখান থেকে দুর্গন্ধ। দ্রুত তিনি ডেকে আনেন আশপাশের লোকজনকে। তারপর পুলিশ এসে উদ্ধার করল দেহ।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের সুদামগছ এলাকায় আমবাড়ি-বেলাকোবা রাজ্য সড়কের পাশে কয়েকদিন ধরে একটি ভারী বস্তা মুখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। শুক্রবার বিকেলে এক মহিলা ওই রাস্তার ধারে রাস্তার ধারে শাক কুরোতে গিয়ে পচা গন্ধ পায়। সঙ্গে একটি লাঠি দিয়ে বস্তাটি খুলতেই বেরিয়ে আসে এক ব্যক্তির পচা গলা দেহ। জুতো ও প্যান্টের সঙ্গে বেল্ট দেখে সকলের সন্দেহ হয় কোনও পুরুষ ব্যক্তির দেহ। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়।
এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকা ভোরের আলো থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভোরের আলো থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় বাসিন্দা উত্তম মোহন্ত বলেন, “স্থানীয় কেউ নয়। মনে হচ্ছে বাইরের কাউকে খুন করে তার দেহ এখানে ফেলে পালিয়ে গেছে।পুলিশ দেহ নিয়ে গেছে।

