Koustav Bagchi: ‘আপনার জন্য লজ্জিত বাংলার কংগ্রেস নেতা-কর্মীরা’, অভিষেককে দায়িত্ব মনে করিয়ে কড়া চিঠি কৌস্তভের
Advocate Koustav Bagchi: এই বিষয়ে টিভি ৯ বাংলাকে একান্ত সাক্ষাৎকারে কৌস্তভ জানান, "যখন দেখছি অভিষেক মনু সিঙ্ঘভির মতো লোকেরা এই সকল চোর-জোচ্চোরদের হয়ে লড়ছেন সুপ্রিম কোর্টে।"

কলকাতা: একদিকে যখন দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বারংবার আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। তখন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি আইনি লড়াই লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। আর এই বিষয়টিকেই ‘ভাল চোখে’ দেখেননি আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। অভিষেক মনু সিঙ্ঘভিকে কড়া চিঠি পাঠালেন কংগ্রেস নেতা। কৌস্তভের মতে, আইনজীবী হিসাবে কার হয়ে মামলা লড়বেন তা ঠিক করার অধিকার রয়েছে মনু সিঙ্ঘভির। তবে কংগ্রেস কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না তিনি।
চিঠিতে কী লিখেছেন কৌস্তভ?
কৌস্তভ বাগচীর পাঠানো চিঠিতে লেখা রয়েছে, “আপনার জন্য কংগ্রেস নেতা কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। পেশাদার আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, তা ঠিক করতেই পারেন আপনি। কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসেবে দল ও কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আপনি যখন সেই দলের নেতার হয়ে লড়াই করছেন, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় কংগ্রেসের নেতা-কর্মীরা আজ বলছেন,”আমরা আপনার জন্য লজ্জিত।“
এই বিষয়ে টিভি ৯ বাংলাকে একান্ত সাক্ষাৎকারে কৌস্তভ জানান, “অভিষেক মনু সিঙ্ঘভি এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা আইনজীবী তা নিয়ে সন্দেহ নেই। উনি কার হয়ে মামলা লড়বেন সম্পূর্ণ ওনার সিদ্ধান্ত। কিন্তু ওনার ভুলে গেলে চলবে না যে দলের উনি বর্ষীয়ান নেতা। দলের কর্মীদের প্রতি ওনার দায়বদ্ধতা রয়েছে। এখন যখন পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছি। এই লড়াই লড়তে গিয়ে আমাদের দলের কর্মীদের প্রাণ পর্যন্ত দিতে হচ্ছে। তাঁদের ঘর ছাড়া হতে হচ্ছে। এত কিছুর পরও আমরা মানুষের কাছে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিচ্ছি। কিন্তু সেই লড়াই কোথাও একটা জায়গায় ধুলোয় মিশে যাচ্ছে যখন দেখছি অভিষেক মনু সিঙ্ঘভির মতো লোকেরা এই সকল চোর-জোচ্চোরদের হয়ে লড়ছেন সুপ্রিম কোর্টে।”





