Malbazar: ঠান্ডা পানীয়র সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে খাইয়ে ‘লুঠ’, ট্রেনে থেকে ফেলে দিতেই যুবককে কামড়াল সাপ
Malbazar: জানা গিয়েছে, দীপক শিলিগুড়িতে বন্ধুদের সঙ্গে কাজ করতে যাচ্ছিলেন। ধূপগুড়ি স্টেশনে ট্রেনটি ঢোকার মুখেই তাকে ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ যুবকের। বর্তমানে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

মালবাজার: চলন্ত ট্রেনে যাত্রীকে ঠান্ডা পানীয়র সঙ্গে নেশা দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করে ফেলে দেওয়ার অভিযোগ। লাইনের ধারে পড়ে থেকে সাপের কামড়ে অসুস্থ যাত্রী, উদ্ধার করে ভর্তি করা হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সূত্রের খবর ,অসমের ডিব্রুগড় জেলার লালমাটি গ্রামের বাসিন্দা দীপক ছেত্রী (২২) নামে ওই যুবক।
জানা গিয়েছে, দীপক শিলিগুড়িতে বন্ধুদের সঙ্গে কাজ করতে যাচ্ছিলেন। ধূপগুড়ি স্টেশনে ট্রেনটি ঢোকার মুখেই তাকে ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ যুবকের। বর্তমানে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্র মারকত জানা গিয়েছে, ডিব্রুগড় থেকে চার বন্ধুর সঙ্গে কাজে আসছিলেন সেই যুবক। ট্রেনের মধ্যেই সঙ্গে থাকা বন্ধুরা ঠান্ডা পানি হওয়ার মধ্যে নেশা জাতীয় কিছু একটা খাইয়ে দেয়। এরপর পকেটে থাকা টাকা মোবাইল ফোন সবকিছু ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা সেই যুবককে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করান প্রশাসনের সাহায্যে।
যুবকটির পরিবারের যে নম্বর মনে ছিল সেই মোবাইল নম্বর দীর্ঘ সময় ধরে বন্ধ, তাই পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি প্রশাসনের লোকেরা। অন্য কোনও মোবাইল নম্বর ও মনে নেই যুবকের, সঙ্গে নেই এই টাকা পয়সাও। তাই বাড়ি ফিরবেন কী করে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে যুবকটি । সমস্যায় প্রশাসনের কর্তারাও। যুবকটির পকেটে টাকা না থাকায় আশেপাশের রোগীর পরিজনেরা তাঁকে খাবার কিনে এনে দিয়ে সাহায্য করছেন। এমনকি খাওয়ায় জল ও এনে দিচ্ছেন তারাই।





