Mamata on Chief Justice of India: ‘আমরা আপনার কাস্টডিতে, প্লিজ বাঁচান’, প্রধান বিচারপতিদের সামনে কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনে আসেন সকলে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন, "আমাদের গণতন্ত্রকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে। আমাদের ইতিহাস-ভূগোল সব যেন সুরক্ষিত থাকে।" তিনি আরও অভিযোগ করে বলেন, "মানুষের ভাবমূর্তি নষ্ট করা এখন ট্রেন্ড। ইচ্ছাকৃতভাবে এজেন্সি অপমান করছে। প্লিজ মানুষকে বাঁচান।"

Mamata on Chief Justice of India: আমরা আপনার কাস্টডিতে, প্লিজ বাঁচান, প্রধান বিচারপতিদের সামনে কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

Jan 17, 2026 | 5:56 PM

জলপাইগুড়ি: রয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আর উপস্থিত আছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাঁদের সকলের সামনেই কেন্দ্রের সরকার, এজেন্সি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছাকৃতভাবে এজেন্সি অপমান করছে, আমরা আপনাদের কাস্টডিতে রয়েছি। আপনারা সংবিধানের অভিভাবক। বিপর্যয়ের হাত থেকে বাঁচান সংবিধানকে। দেশকে বাঁচান। দুই কোর্টের প্রধান বিচারপতিদের কাছে আর্জি মমতার। সম্প্রতি আইপ্যাক নিয়ে মামলা চলেছে সুপ্রিম কোর্টে। সেখানে ইডি মামলা করেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সেই ঘটনায় অনেকটাই স্বস্তি পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এই আবহেই মমতার বক্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ।

শনিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনে আসেন সকলে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন, “আমাদের গণতন্ত্রকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে। আমাদের ইতিহাস-ভূগোল সব যেন সুরক্ষিত থাকে।” তিনি আরও অভিযোগ করে বলেন, “মানুষের ভাবমূর্তি নষ্ট করা এখন ট্রেন্ড। ইচ্ছাকৃতভাবে এজেন্সি অপমান করছে। প্লিজ মানুষকে বাঁচান।” মমতা বলেন, “আমি আমার জন্য বলছি না। গণতন্ত্রকে বাঁচান, মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আমি এবং আমরা আপনার কাস্টডিতে আছি। আপনি রক্ষা করুন।”

কেন্দ্রীয় শিক্ষাপ্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “এই বক্তব্য শুনে মনে হচ্ছে ওঁর মানসিক পরিস্থিতি ঠিক নেই। উনি ডেসপারেট। উনি বুঝতে পারছেন এসআইআর শেষ হলে যাঁদের নামে ছাপ্পা মারতেন আর পারবেন না। ওঁর দল হেরে যাবে।” আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “দেখুন ইতিপূর্বে দেখেছি রাজ্যের বিচারপতিদের কলঙ্কজনক পর্যায়ে মমতা নিয়ে গিয়েছেন। বিভিন্ন বিচারপতিদের গালমন্দ করেছেন। নিজে গণ্ডামি করেছেন, এখন বিচার ব্যবস্থাকে তাঁর পক্ষে দাঁড়াতে বলছেন? কই এটা তো বললেন না গরিব মানুষ কেন বিচার পাচ্ছেন না। উনি ওঁর গুণ্ডামির সমর্থনে বিচার ব্যবস্থাকে দাঁড় করানোর কথা বললেন।”