AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee on Judges: ‘প্লিজ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিছু মনে করবেন না…’, দুই কোর্টের প্রধান বিচারপতির সামনেই কী বলে দিলেন মমতা?

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বললেন, "এখনকার দিনে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ। এক হল সংবিধান, দুই হল দেশের মানুষ, তিন হল বিচার ব্যবস্থা চার হল মিডিয়া। যাঁরা সবে মাত্র আইনের পেশায় এসেছেন, তাঁরা সব সুযোগ সুবিধা পান না। আমরা দেখব তাঁরা যেন সব সুবিধা পান। প্রধান বিচারপতিকেও বলব দেখতে।"

Mamata Banerjee on Judges: 'প্লিজ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিছু মনে করবেন না...', দুই কোর্টের প্রধান বিচারপতির সামনেই কী বলে দিলেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Updated on: Jan 17, 2026 | 5:06 PM
Share

শিলিগুড়ি: জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন। সেখানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত রয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কেন্দ্রকে দুষলেন।

  1. মমতা বন্দ্যোপাধ্যায়: আমাদের গণতন্ত্রকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে। আমাদের ইতিহাস-ভূগোল সব যেন সুরক্ষিত থাকে। মিডিয়া যেন আগে থেকেই মিডিয়া ট্রায়ালে না যায়। সব এজেন্সির সচ্ছতা ও আইনের শাসন বজায় থাকুক। আমি আমার জন্য বলছি না। আমি বলছি গণতন্ত্র-বিচার ব্যবস্থার জন্য। আমি এবং আমরা আপনার কাস্টডিতে আছি। আপনি রক্ষা করুন।
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: এখনকার দিনে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ। এক হল সংবিধান, দুই হল দেশের মানুষ, তিন হল বিচার ব্যবস্থা চার হল মিডিয়া। যাঁরা সবে মাত্র আইনের পেশায় এসেছেন, তাঁরা সব সুযোগ সুবিধা পান না। আমরা দেখব তাঁরা যেন সব সুবিধা পান। প্রধান বিচারপতিকেও বলব দেখতে।
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: দীপঙ্করদা আমায় মাঝে মধ্যে বলেন কোর্টের জন্যও কিছু টাকা খরচা করুন।১২০০ কোটি টাকা দিয়েছি। ফার্সট ট্রাক কোর্ট করেছি। প্লিজ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিছু মনে করবেন না…কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছেন ফান্ড কিন্তু আমরা ৮৮ ফাস্টট্রাক কোর্ট, ৭ পকসো কোর্ট, ১৯ হিউম্যান রাইট কোর্ট বানিয়েছি। রাজারহাটে জমি দিয়েছি কলকাতা হাইকোর্টকে। আমরা বিচারের জন্য অনেক কিছু করতে চাই।
  4. মমতা বন্দ্যোপাধ্যায়: সুপ্রিম কোর্টে বিচারপতি আর হাইকোর্টের বিচারপতিরা জানলে খুশি হবেন জলপাইগুড়ির জন্য ঐতিহাসিক দিন। আমরা আজ যা করলাম, মানুষ মনে রাখবেন। এই সার্কিট বেঞ্চের ভবন কলকাতা হাইকোর্টের থেকেও ভাল। যারা এই ভবন বানিয়েছেন, আমি তাঁদের শুভেচ্ছা জানাচ্ছি। ৪০ একর জমিতে ৫০০ কোটি টাকা খরচ করেছি এই ভবন বানাতে। ৮০ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে বিচারপতিদের জন্য। প্রধান বিচারপতির জন্য বাংলো রয়েছে।
  5. মমতা বন্দ্যোপাধ্যায়: সাধারণ মানুষ আদালতে আস্থা রাখে। আদালত আদালত অফ দা পিপপ ফর দা পিপল বাই দা পিপল। একসঙ্গে কাজ করি। আদালত কোনও ভেদাভেদ দেখে না, আদালত ধর্মীয় বিভেদ দেখে না। একসঙ্গে কাজ করি।