Dhupguri: বিবাহিত প্রেমিককে লুকিয়ে রেখেছে পরিবার, প্রতিবাদে ধরনা দুই সন্তানের মায়ের

Extra Marital Affair: প্রেমিক বিবাহিত। প্রেমিকারও সংসার রয়েছে। রয়েছে দুই সন্তানও। তবু প্রেমিকের সঙ্গে সংসার পাততে চান মহিলা। এদিকে সংসার ছেড়ে তাঁর সঙ্গে সংসার পাতার পরেও হঠাৎই 'বেপাত্তা' প্রেমিক।

Dhupguri: বিবাহিত প্রেমিককে লুকিয়ে রেখেছে পরিবার, প্রতিবাদে ধরনা দুই সন্তানের মায়ের
ধরনায় প্রেমিকা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 7:46 PM

জলপাইগুড়ি: প্রেমিক বিবাহিত। প্রেমিকারও সংসার রয়েছে। রয়েছে দুই সন্তানও। তবু প্রেমিকের সঙ্গে সংসার পাততে চান মহিলা। এদিকে সংসার ছেড়ে তাঁর সঙ্গে সংসার পাতার পরেও হঠাৎই ‘বেপাত্তা’ প্রেমিক। এদিকে প্রেমিকাও নাছোড়। তাই সোজা বিবাহিত প্রেমিকের বাড়িতে গিয়ে ধরনায় বসলেন দুই সন্তানের মা। দাবি, ফিরিয়ে দিতে হবে প্রেমিককে। মঙ্গলবার ধূপগুড়ির (Dhupguri) হরিণখাওয়া এলাকার এই ঘটনায় শুরু হয়েছে জোর চাঞ্চল্য।

ধূপগুড়ির হরিণখাওয়া এলাকা। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দা রণজিৎ রায়ের বাড়িতে ধরনায় বসেন এক মহিলা। তাঁর নাম মুন্নি। মহিলার অভিযোগ, হঠাৎ কিছু না জানিয়েই উধাও হয়ে যান প্রেমিক রণজিৎ। তাঁর সঙ্গে আর যোগাযোগ রাখছেন না। ধরনায় বসা ওই মহিলার দাবি, তাঁর প্রেমিককে আসলে আটকে রেখেছে পরিবারের লোকেরা। তাঁকে সামনে পেতেই এই ধরনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ধূপগুড়ির হরিণখাওয়ার বাসিন্দা উকিল রায়ের ছেলে রণজিৎ রায়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এই মহিলার। দুজনেই যদিও বিবাহিত। এমনকি দু’জনের দুটি করে সন্তানও রয়েছে। তবু তাঁরা এই সম্পর্ককে টেনে নিয়ে গিয়েছেন। তবে কিছুদিন আগে দু’জনে নিজেদের স্বামী এবং স্ত্রীকে ছেড়ে লিভ টুগেদার শুরু করেন। থাকতেন ধূপগুড়ি গার্লস স্কুল সংলগ্ন এলাকার একটি বাড়িতে। আর সেই খবর রণজিতের পরিবারে পৌঁছতেই বিপত্তির শুরু।

প্রেমিকার দাবি, দীর্ঘদিন ধরে সংসার করছিলেন তাঁরা। দু’জনে আগের সাংসার ও পরিবার ছেড়ে ভাড়াবাড়িতে সংসার পেতেছিলেন। কিন্তু আচমকাই দু’দিন থেকে নিখোঁজ হয়ে যায় প্রেমিক রণজিত রায়। ধরনায় বসা মহিলার দাবি, রণজিৎকে পরিবারের লোকেরা তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে। তাই তাঁকে ফিরিয়ে দিলে তবেই তিনি ধরনা থেকে উঠবেন।

প্রেমিককে ফিরিয়ে পাওয়ার দাবিতে হরিণখাওয়া গ্রামের রনজিতের বাড়িতে দীর্ঘ সময় ধরে ধরনায় বসে থাকেন দুই সন্তানের মা মুন্নি রায়। জানা গিয়েছে, তাঁর বাড়ি ময়নাগুড়ির জলট্যাঙ্ক এলাকায়।

এদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ধূপগুড়ির হরিণখাওয়া বাজার এলাকার উকিল রায়ের ছেলে রণজিৎ বিবাহিত হলেও মুন্নিকেও পরে বিয়ে করেন। প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছেন কিনা জানা যায়নি। বছর খানেক আগেও নাকি বিবাহিত ব্যক্তির বাড়িতে ধরনায় বসেছিলেন এই মহিলা। পরবর্তীতে তাঁরা বিয়ে করে ধূপগুড়ির গার্লস স্কুলের পাশে একটি বাড়িতে ভাড়া ছিলেন বলে দাবি করেছেন মুন্নি। তাঁরা ভাল ছিলেন। কিন্তু রণজিৎকে তাঁর বাড়ির লোক তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে বলে দাবি তাঁর। এদিকে ওই মহিলা যখন ধরনায় বসেছেন তখন রণজিতের বাবা উকিল রায় বাড়ি থেকে ‘উধাও’ হয়ে যান বলে অভিযোগ। অন্যদিকে পরিবারের সদস্যদের দাবি, তাঁদের ছেলেকে এই মহিলাই ‘নিয়ে গিয়েছেন’। কিন্তু কোথায় তাঁদের ছেলে রয়েছে, তা তাঁদেরও অজানা বলে দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন: Chit Fund Case: ৩ নয়, ৯০ কোটি টাকার কেলেঙ্কারি! বর্ধমান পুরপ্রশাসকের জামিন নাকচ করল আদালত