Dhupguri: বাড়িতে কেউ ছিল না, তখনই চরম সিদ্ধান্ত নিয়ে নিল ‘ছোট্ট’ মেয়েটা
Dhupguri: ধূপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বর্মণ পাড়া। সেখানেই ঘরের ভিতরে ওই নাবালিকার ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। জানা গিয়েছে, প্রিয়াঙ্কা কর্মসূত্রে বাবা বাইরে থাকেন। মা নেই। তাই কাকু বাড়িতে এক সঙ্গে থাকতেন নাবালিকা।

ধূপগুড়ি: ঘরের ভিতর থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার।ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি ধূপগুড়িতে। মৃতার নাম প্রিয়াঙ্কা পাসওয়ান (১৬)।
ধূপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বর্মণ পাড়া। সেখানেই ঘরের ভিতরে ওই নাবালিকার ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। জানা গিয়েছে, প্রিয়াঙ্কা কর্মসূত্রে বাবা বাইরে থাকেন। মা নেই। তাই কাকু বাড়িতে এক সঙ্গে থাকতেন নাবালিকা। সকালের পর থেকে নাবালিকাকে দেখতে না পেয়ে আশেপাশের কয়েকজন তার খোঁজ করতে যান। গিয়ে দেখতে পান ঘরের ভেতরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে।
বাড়ি ফাঁকা পেয়ে শোয়ার ঘরে ঝুলন্ত নাবালিকাকে দেখতে পেয়ে সঙ্গে-সঙ্গে বিষয়টি ধূপগুড়ি থানার পুলিশকে জানান এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ তদন্ত নেমে নাবালিকার মোবাইল ফোন উদ্ধার করেছে। জানতে পেরেছে, যেখানে মৃত্যুর আগে মুহূর্তে বেশ কয়েকবার এক নম্বরের সঙ্গে কথা হয়েছে। ফোন নম্বরটি কার তা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে।

