Road Accident: রাস্তার মধ্যেই মুখ থুবড়ে পড়ে দেহ, পুজোর দিন এমন মর্মান্তিক ঘটনায় আতঁকে উঠছেন অনেকে
Jalpaiguri Road Accident: ধূপগুড়ি- নাথুয়া রাজ্য সড়কের ডাউকিমারী সংলগ্ন এলাকায় দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মৃতের নাম তাপস রায়।
জলপাইগুড়ি: মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন চারজন। সরস্বতী পুজোর অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ঘটে যায় অঘটন। ঘটনায় মৃত এক, আহত তিন। জেলায় শনিবার মোট চারটি পৃথক পথ দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনা থেকেই মৃত্যু হয় একজনের । প্রথমটি সরস্বতী পুজোর রাতের ঘটনা। পুজোর দিন সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকছিল জেলার। তবে দুপুরের পর ধীরে-ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করে। ফলত বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকেই। বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর দিন ভিড় লক্ষ্য করা যায়। এরপর সন্ধে নাগাদ চারটি পৃথক দুর্ঘটনা ঘটে ধুপগুড়ি ব্লকে।
জানা গিয়েছে, ধূপগুড়ি- নাথুয়া রাজ্য সড়কের ডাউকিমারী সংলগ্ন এলাকায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মৃতের নাম তাপস রায়। তিনি দক্ষিণ কাঠুলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অপরদিকে একই রাস্তায় পূর্ব মাগুরমারি এলাকায় রাস্তার ধারে দু’জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক। এরপর ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও এশিয়ান হাইওয়ে ৪৮ এর গোসাইরহাট এবং ঝুমুর এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে এবং সেখানেও বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ঘটনার সম্বন্ধে ওই টোটোচালক বলেন, “দুজন ব্যক্তি ছিলেন। তাদেরকে চিনি না। তবে একজন মাথায় খুব চোট পায়। আমার রুমালটা আমি তখন বেঁধে দিই মাথায়। এরপর দমকলবাহিনীর হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে। যদিও তার কাছ থেকে যখন বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় তখন সে তা দেয়নি। তবে ওই ব্যক্তি সুস্থ রয়েছেন।”