School Reopen: আগামীকাল থেকে উচ্চ-মাধ্যমিকের টেস্ট! তার আগেই ছাত্রের রিপোর্ট এল পজ়েটিভ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 13, 2021 | 4:50 PM

Dhupguri: এরপর প্রত্যেকের অ্যান্টিজেন টেস্ট করা হয়।

School Reopen: আগামীকাল থেকে উচ্চ-মাধ্যমিকের টেস্ট! তার আগেই ছাত্রের রিপোর্ট এল পজ়েটিভ
স্কুলে প্রত্যেকের অ্যান্টিজেন টেস্ট (নিজস্ব ছবি)

Follow Us

ধূপগুড়ি: স্কুল (School) খুলতে না খুলতেই ফের আতঙ্ক। স্কুলছাত্রের করোনা পজ়িটিভ রিপোর্ট এল। যার কারণে আতঙ্ক ছড়ালো স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদের মধ্যে।

জানা গিয়েছে, ওই ছাত্র উচ্চমাধ্যমিকের পড়ুয়া। এবার তাঁর রিপোর্ট পজ়েটিভ আসতেই কোনও রকম ঝুঁকি নিল না কর্তৃপক্ষ। স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হলো স্কুলে। যখন বেশ কিছু বিদ্যালয়ে আজকে থেকে টেস্ট পরীক্ষা শুরু হলো তখন সোমবার এই চিত্র দেখা গেল ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ে ।

এদিকে আগামীকাল থেকে বিদ্যালয়ে শুরু হতে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। আর ঠিক তার আগের দিন বিদ্যালয়ের এক ছাত্রের করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিন্তিত স্বাস্থ্য দফতর সহ বিদ্যালয় কর্তৃপক্ষ।

যেহেতু, আগামীকাল থেকে বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে তাই যদি কোনও ছাত্র-ছাত্রীর করোনার কোনও লক্ষণ অর্থাৎ জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে তাদের করোনা টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে বিদ্যালয়ে।

এর পাশাপাশি বিদ্যালয় চত্বর স্যানিটাইজ় করা হয়েছে। মোটের উপর উচ্চমাধ্যমিক ছাত্রের করোনা রিপোর্ট পজিটিভ আসলেও সমস্ত রকম ব্যবস্থা নিয়ে টেস্ট পরীক্ষার আয়োজন করতে চলেছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি সংক্রমিত ছাত্রের সংস্পর্শে যারা এসেছেন তাঁদেরও খোঁজ-খবর নেওয়া শুরু করেছে স্কুল।

স্কুলের প্রধান শিক্ষক অশোক মজুমদার বলেন, “জেলা প্রশাসনের উদ্যোগে এবং ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের ব্যবস্থাপনায় আজকে স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কারণ কিছুদিন আগে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের শ্বাসকষ্ট জনিত এবং বুকে ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তারপর তার করোনা পরীক্ষা করা হয়। তখন তার করোনা পজ়েটিভ ধরা পড়ে। যেহেতু ছেলেটি কয়েকদিন স্কুল খোলার পর ক্লাস করেছে, ছাত্র-শিক্ষকরা তার সংস্পর্শে এসেছে এই জন্যই তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা আজকে স্কুলে এই করোনা পরীক্ষার ব্যবস্থা করি। কাল থেকে যেহেতু টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে স্কুলে স্বাভাবিকভাবে আগামীকালও করোনা পরীক্ষার ব্যবস্থা থাকবে স্কুলে। তবে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ নিয়েছে। স্কুল স্যানিটাইজ় করা হয়েছে, আতঙ্কের কিছু নেই।”

প্রসঙ্গত, সরকারি নির্দেশ অনুযায়ী নভেম্বরের ১৬ তারিখ থেকে খুলে গিয়েছে স্কুল। তবে স্কুল খোলার পর থেকেই একাদইক সমস্যা ফুটে উঠেছে। কখনও স্কুলে ছাত্র-ছাত্রীদের আনতে শিক্ষকদের পোস্টার সাঁটাতে হয়েছে। কখনও বাড়ি-বাড়ি গিয়ে প্রচার করতে হয়েছে। কোথাও আবার দেখা গিয়েছে সংসার টানতে পড়ুয়ারা কাজে যোগ দিয়েছেন, কারোর-কারোর আবার বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু এই সমস্ত কিছু অসুবিধা কাটিয়েই খুলেছে স্কুল।

স্কুল খোলার পর রাজ্যের একাধিক জেলা থেকে উঠে এসেছে হয় শিক্ষকরা করোনা আক্রান্ত হয়েছেন। কোথাও আবার একসঙ্গে একাধিক পড়ুয়া করোনা সংক্রমিত হয়েছেন। জয়নগরের একটি স্কুলে করোনা পজ়েটিভ দুই শিক্ষক। অথচ তারই মধ্যে চলছে পঠন-পাঠন। সূত্রের খবর, জয়নগর থানার দক্ষিণ বারাসত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়। এই স্কুলের দুই শিক্ষক ইতিমধ্যেই করোনা (Corona) সংক্রামিত হয়েছেন। যার কারণে বর্তমানে তারা আর স্কুলে আসছেন না তাঁরা। শুধু জয়নগর নয়, এই চিত্রই ফুটে উঠেছে বিভিন্ন জেলায়। তবে এই সবকিছু নিয়েই শুরু হয়েছে উচ্চ-মাধ্যমিকের টেস্ট পরীক্ষা।

আরও পড়ুন: Birbhum: করোনা কেড়েছে পড়াশোনা, স্কুলছুট ভাই বেচছে পেয়ারা, বোন শাড়ি!

আরও পড়ুন: Coal Scam Case: ‘অসুস্থ’ বিকাশ মিশ্রকে কয়লাকাণ্ডে আদালতে হাজির করতে পারল না সিবিআই

Next Article