Dhupguri Murder: ধূপগুড়ি খুনের তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেফতার পুলিশের
রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ খুনের কারণ জানার জন্য আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানায় বলে সূত্রের খবর।
ধূপগুড়ি: ধূপগুড়ি সূর্যসেন কলোনি পাড়াতে খুনের ঘটনায় গ্রেফতার হওয়া চার জনের মধ্যে মূল অভিযুক্তসহ দুই অভিযুক্তকে ৪ দিনের পুলিশি হেফাজতে নিল ধূপগুড়ি থানার পুলিশ। শনিবার ধূপগুড়ি শহরের সূর্যসেন কলোনি পাড়া এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধার দেহ রাস্তার পাশ থেকে উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ মোট চারজনকে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিশ।
রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ খুনের কারণ জানার জন্য আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানায় বলে সূত্রের খবর। বিচারপতি ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। অভিযুক্ত বাসুদেব আচার্য এবং নাকু আচার্যকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। এই ঘটনার পেছনে আরো কেউ রয়েছে কি না? এবং কি কারনে খুন করা হয়েছে বৃদ্ধাকে তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।