Sankar Ghosh: ‘পাকিস্তানকে কীভাবে ডিল করবেন প্রধানমন্ত্রী ভাল জানেন’
Sankar Ghosh: রবিবার জলপাইগুড়িতে এক দেশ এক ভোট নিয়ে একটি আলোচনা চক্র আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় ও শঙ্কর ঘোষ। জলপাইগুড়ির নেতাজীপাড়ায় একটি সভাকক্ষে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

জলপাইগুড়ি: ‘এক দেশ এক ভোট…’ এর সমর্থনে প্রচারে এসে দেশের অভ্যন্তরে থাকা পাকিস্তানের সমর্থকদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “সন্ত্রাসবাদের জনক পাকিস্তান। এই দেশের সঙ্গে ডিল করব সেটা প্রধানমন্ত্রী ভাল করে জানেন।”
রবিবার জলপাইগুড়িতে এক দেশ এক ভোট নিয়ে একটি আলোচনা চক্র আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় ও শঙ্কর ঘোষ। জলপাইগুড়ির নেতাজীপাড়ায় একটি সভাকক্ষে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। সেখানেই শঙ্কর বলেন, “সন্ত্রাসবাদের জনক পাকিস্তান। এই দেশের সঙ্গে ডিল করব সেটা প্রধানমন্ত্রী ভাল করে জানেন।” চিকেননেকের বাসিন্দা শঙ্কর। তিনি কি ভয় পাচ্ছেন? বিজেপি নেতার স্পষ্ট উত্তর, “আমরা কোনও হুমকিতে ভয় পাই না। আর নানা লোক নানা ধরনে হুমকি দেয়। ভারত সংবেদনশীল দেশ। কেউ হুমকি দিলেই তো আর কিছু হয়ে যাবে না।”
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, নদিয়া সহ একাধিক জেলা থেকে গ্রেফতার হয়েছিলেন অনেকে। ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতির আবহে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তাঁরা। এদের মধ্যে কেউ ভারত বিরোধী স্লোগান দিয়েছেন, কেউ পতাকা পুড়িয়েছিলেন, কেউ আবার অশালীন মন্তব্য করেছিলেন। শঙ্কর আজ তাঁদেরই করলেন নিশানা।





