SSC Recruitment: অঙ্কিতার জায়গায় চাকরি পেয়েছিলেন, আজ সেই অনামিকাকেই শুনতে হল ‘ফ্রেশার?’

SSC Recruitment: ২০১৬ তে চাকরি না পেলেও পরে আদালতের নির্দেশে চাকরি পান অনামিকা। অঙ্কিতা অধিকারীর চাকরি নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠায়, আগেই চাকরি বাতিল হয়েছিল।

SSC Recruitment: অঙ্কিতার জায়গায় চাকরি পেয়েছিলেন, আজ সেই অনামিকাকেই শুনতে হল ফ্রেশার?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 07, 2025 | 4:13 PM

জলপাইগুড়ি: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই চাকরি যায় প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তাঁর জায়গায় চাকরি পান ববিতা সরকার। পরে সেই ববিতার চাকরি নিয়েও প্রশ্ন ওঠে। সেই জায়গায় চাকরি পান অনামিকা রায়। পরে সুপ্রিম নির্দেশে চাকরি যায় গোটা প্যানেলের। চাকরি যায় সেই অনামিকারও। আজ তাঁকেই ফের বসতে হল পরীক্ষায়।

পরীক্ষা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘লজ্জার দিন। আজ লজ্জা লাগছিল।’ শিলিগুড়ির অনামিকা এদিন বলেন, ‘রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিতে আমরা লড়াই করেও হেরে গেলাম।’ এদিন পরীক্ষা দিয়ে কী অনুভূতি হল, সে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের যেখানে গার্ড দেওয়ার কথা। সেখানে বসে পরীক্ষা দিতে হল। যখন ইনভিজিলেটর জিজ্ঞেস করলেন সবাই ফ্রেশার? তখন বলতে লজ্জা হল যে আমি ফ্রেশার নই। মনে হল আমি যেন সত্যিই অযোগ্য। আমরা কখনও ভাবিনি এমন হবে। ভেবেছিলাম কোনও না কোনও উপায়ে ঠিক পুনর্বহাল করা হবে।”

আগামিদিনে চাকরি পেলেও যে আশঙ্কা যাবে না, সে কথাই বললেন অনামিকা। অন্যদের অযোগ্যতার জন্য তাঁর চাকরি গিয়েছে, তাই তিনি বলেন, পরবর্তীতে আমি যেখানেই চাকরি করি না কেন, সংশয় একটা থাকবেই।