AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Exam: ‘…. তাহলে এ পরীক্ষাও বাতিল হবে’, আজ SSC-র নতুন পরীক্ষা নিয়ে কেন বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?

SSC Exam: TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "আমাদের মতে, দুর্নীতিগ্রস্তদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে, তা অসম্পূর্ণ। এবারের চাকরিপ্রার্থীদের ভিড়ে কোনও দুর্নীতিগ্রস্ত লুকিয়ে রয়েছে কিনা, অর্থাৎ যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরাও পরীক্ষা দিয়েছেন, তাহলে তা বাতিল হবে।  তার দায় স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে।"

SSC Exam: '.... তাহলে এ পরীক্ষাও বাতিল হবে', আজ SSC-র নতুন পরীক্ষা নিয়ে কেন বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?
বিকাশরঞ্জন ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
| Updated on: Sep 07, 2025 | 2:14 PM
Share

কলকাতা: নির্বিঘ্নেই শেষ হল স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের ফ্রেশ সিলেকশন। পরীক্ষা দিলেন ২০১৬ সালের চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। তবে পরীক্ষার্থীদের ভিড়েও দাগীরাও কেউ মিশে ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। আর যদি তা হয়েই থাকে, তাহলে এই পরীক্ষা পরিণতি কী হবে, তারও একটা পূর্বাভাস দিয়ে রাখলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আমাদের মতে, দুর্নীতিগ্রস্তদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে, তা অসম্পূর্ণ। এবারের চাকরিপ্রার্থীদের ভিড়ে কোনও দুর্নীতিগ্রস্ত লুকিয়ে রয়েছে কিনা, অর্থাৎ যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরাও পরীক্ষা দিয়েছেন, তাহলে তা বাতিল হবে।  তার দায় স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে।”

এবারে পরীক্ষা দিয়ে ফেরার পর একাধিক পরীক্ষার্থীর প্রতিক্রিয়া নিয়েছিল TV9 বাংলা। অনেকের মধ্যেই একটা অনিশ্চয়তা এখনও কাজ করছে। তাঁরা এখনও ভরসা রাখতে পারছেন না, আদৌ এবারের পরীক্ষাতেও যে কোনও দুর্নীতি হবে না! সে বিষয়ে প্রশ্ন করা হয় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। তিনি বলেন, “কারচুপি কোন স্তরে হবে, কোথায় হবে, সেটা তো নির্দিষ্ট করে বলা যায় না। স্কুল সার্ভিস কমিশনের ওপর ভরসা রাখতে পারছে না, কারণ তাঁদের একটা অতীত অভিজ্ঞতা রয়েছে। যেভাবে স্কুল সার্ভিস কমিশন বিগত দিনে দুর্নীতি করেছে, যেভাবে এখনও তাঁরা দুর্নীতিকে রক্ষা করার চেষ্টা করছেন, এখনও মুখ্যমন্ত্রী যাঁরা অযোগ্য, তাঁদের পক্ষে সওয়াল করছেন, সামগ্রিক প্রেক্ষিতে এই আশঙ্কা থাকতেই পারে। এই আশঙ্কা ভিত্তিহীন বলা যায় না।” এদিন পরীক্ষা দেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস, চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডলরাও। তাঁরা জানালেন, পরীক্ষা তো দিলেন, তবে এ পরীক্ষা দেওয়াটাই তাঁদের কাছে কতটা বেদনাদায়ক।