Jalpaiguri: গাড়ির গোপন চেম্বারে ব্রাউন পেপারে মোড়া পার্সেল, খুলতেই চোখ কপালে পুলিশের

Siliguri: গোবিন্দর কাছ থেকে মোট ২৬টি ব্রাউন পেপারে মোড়া পার্সেল উদ্ধার করা হয়। সেই পার্সেলগুলির মধ্যে ১৬১ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা ছিল বলে জানিয়েছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ টাকা। ট্রাকের পিছনে একটি গোপন চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল সেই পার্সেলগুলি।

Jalpaiguri: গাড়ির গোপন চেম্বারে ব্রাউন পেপারে মোড়া পার্সেল, খুলতেই চোখ কপালে পুলিশের
পার্সেলে গাঁজা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 6:17 PM

জলপাইগুড়ি: ব্রাউন পেপারে পার্সেল মুড়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখে বোঝার জো নেই ওই পার্সেল আসলে লক্ষ লক্ষ টাকার গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়িকে আটক করে শিলিগুড়ি পুলিশের এসটিএফ। একটি সাদা রঙের চার চাকার গাড়ি আটকায় এসটিএফ। শিলিগুড়ি থানার অধীনস্থ ফ্লাইওভারের কাছে আমবাড়ি খাল রোডে আটক করা হয় গাড়িটি। একজনকে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনায়। নাম গোবিন্দ ঘোষ (৩৫ বছর)। মেটেলি থানার বাতাইগোল বাজার এলাকার বাসিন্দা তিনি।

গোবিন্দর কাছ থেকে মোট ২৬টি ব্রাউন পেপারে মোড়া পার্সেল উদ্ধার করা হয়। সেই পার্সেলগুলির মধ্যে ১৬১ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা ছিল বলে জানিয়েছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ টাকা। ট্রাকের পিছনে একটি গোপন চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল সেই পার্সেলগুলি।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ধৃত গাঁজা পাচারের বিষয়টি স্বীকার করেন। বলেন, কোচবিহার থেকে এই মাদকদ্রব্য আনা হচ্ছিল। কলাবাড়িঘাটের আইনুল হক নামে এক ব্যক্তি এই গাঁজা গাড়িতে তুলে দেন বলেও জেরায় জানিয়েছেন ধৃত যুবক। বিহারে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।

ওই গাড়িতে স্টেশন চৌপথী এলাকার প্রদীপ সরকার নামে এক যুবকও ছিলেন। তাঁর সহ চালক ছিলেন। পুলিশের গাড়ি দেখে চলন্ত গাড়ি থেকেই পালিয়ে যান তিনি। নার্কোটিক-ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্য়াক্টে মামলা রুজু করেছে পুলিশ।