Sukanta Majumder: বিজেপিতে সবাই পাতাখোর? দলের নেতাদের কোয়ালিফিকেশন জানালেন সুকান্ত

Sukanta Majumder On Abhishek Banerjee: রবিবারই ময়নাগুড়িতে সভা করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি অভিষেকের বক্তব্য প্রসঙ্গে জবাবও দেন। সুকান্ত বলেন, "ভাইপো বলছেন, আপনাদের জানিয়ে রাখি, ভাইপো কিন্তু ১২ পাশ! আবার উনিই বলছেন, বিজেপি নাকি পাতাখোর, নেশাখোররা করে।"

Sukanta Majumder: বিজেপিতে সবাই পাতাখোর? দলের নেতাদের কোয়ালিফিকেশন জানালেন সুকান্ত
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদারImage Credit source: TV9 Bangla

Jan 11, 2026 | 7:13 PM

জলপাইগুড়ি:   যাঁরা বিজেপি করেন, তাঁদের অধিকাংশই নাকি মাতাল, পাতাখোর। শনিবার বাঁকুড়ার সভা থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিস্ফোরক দাবি করেন। অভিষেক বলেন, “কোনও ভদ্রলোক, ভাল লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। যত মদ্যপ, মাতাল, পাতাখোর, দুনম্বরি, চোর, চিটিংবাজ, গাঁজাখোর, সব ভারতীয় জনতা পার্টিতে।” স্বাভাবিকভাবেই এই নিয়ে বিজেপি মহলে বিতর্কের ঝড় ওঠে। রবিবারই ময়নাগুড়িতে সভা করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি অভিষেকের বক্তব্য প্রসঙ্গে জবাবও দেন।

সুকান্ত বলেন, “ভাইপো বলছেন, আপনাদের জানিয়ে রাখি, ভাইপো কিন্তু ১২ পাশ! আবার উনিই বলছেন, বিজেপি নাকি পাতাখোর, নেশাখোররা করে।” এরপরই নিজের দলের নেতাদের কোয়ালিফিকেশন নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আমাদের বাংলায় ১৩০০ মণ্ডল রয়েছে। আমাদের ৭০ শতাংশ মণ্ডল সভাপতি গ্র্যাজুয়েট। ডাক্তারবাবু জয়ন্ত রায় বিজেপি করেন, আমাদের প্রত্যেক নেতা দেশের প্রতি নিষ্ঠার প্রমাণ রেখেছেন।”

সুকান্ত মজুমদার এও দাবি করেন, অভিষেক তাঁর এলাকায় গিয়ে অনেক কথাই বলে এসেছেন, কী কী সেখানে হয়নি। কিন্তু তাঁর বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে মুখ খুলতে পারেননি। সেটাই বিজেপির আসল দম বলে দাবি সুকান্তর। তাঁর কথায়, “অনেক অভিযোগ তো করে এসেছেন, কিন্তু কখনও বলতে পারেননি সুকান্ত মজুমদার কী দুর্নীতি করেছেন! এটাই আমাদের দম।”