Sukanta Majumder: SIR হওয়ায় বাংলার ১০৯ টি বিধানসভায় এবার জিতবে বিজেপি? সমীকরণ কষে বললেন সুকান্ত
Sukanta Majumder On Assembly Election: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে মূলত ১৪১টি আসনকে ‘পাখির চোখ’ করে এগোচ্ছে বিজেপি। এই ১৪১টি আসনের মধ্যেই সেই আসনগুলো রয়েছে, যেখানে ২০১৯ সালের লোকসভা, ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটের কোনও না কোনওটিতে বিজেপি সবচেয়ে এগিয়ে ছিল।

জলপাইগুড়ি: এসআইআর হওয়ায় বাংলার ১০৯ টি বিধানসভায় এবার জিতবে বিজেপি। এবার তেমনটাই আভাস দিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ময়নাগুড়িতে বিজেপি সংকল্প যাত্রায় এ বিষয়ে কথা বলতে গিয়ে একটি পরিসংখ্যানও দিলেন। ১০৯টি বিধানসভা, যেখানে তৃণমূল জিতেছিল, সেখানে কীভাবে পিছিয়ে পড়েছিল বিজেপি, এবার সেই বিধানসভাগুলিতেই কীভাবে এগিয়ে থাকবে পদ্মশিবির, তার ব্যাখ্যা দেন।
সুকান্তর কথায়, “এসআইআর চলছে। আর তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে। ১০৯ টা বিধানসভা, সেই বিধানসভাগুলোতে তৃণমূল জিতেছিল। কোনটাতে পাঁচ হাজার ভোটে জিতেছে, কোনটাতে ১০ হাজারে জিতেছে, কোনটায় ৭০০, আবার কোনটায় ৮০০র ফারাকে জিতেছিল। জলপাইগুড়িতে ৯০০-র ফারাকে জিতেছিল তৃণমূল।”
সুকান্তর ব্যাখ্যা, “এসআইআর-এ মৃত ভোটারের নাম কেটে দিচ্ছে, এখানে যারা থাকে না, তাদের নাম কাটছে, কেটে দেখা গিয়েছে, ৫৮ লক্ষ লোকের নাম বাদ চলে গিয়েছে। এই ১০৯ টা সিটে দেখা যাচ্ছে, তৃণমূল যদি ৫ হাজার ভোটে জিতে থাকে, পাঁচ হাজারের বেশি লোকের নাম কাটা চলে গিয়েছে। এই নামগুলো ভোটার লিস্টে ছিল। ছাপ্পা মারে তৃণমূল।”
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে মূলত ১৪১টি আসনকে ‘পাখির চোখ’ করে এগোচ্ছে বিজেপি। এই ১৪১টি আসনের মধ্যেই সেই আসনগুলো রয়েছে, যেখানে ২০১৯ সালের লোকসভা, ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটের কোনও না কোনওটিতে বিজেপি সবচেয়ে এগিয়ে ছিল।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে, যখন তারা রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টি জিতেছিল। এগিয়ে ছিল ১২১টি বিধানসভা কেন্দ্রে। দু’বছরের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলের ভোট শতাংশ সামান্য কমে ৩৮.৫% হয়। বিজেপি ৭৫টির বেশি আসনে জিততে পারেনি। সুকান্তর দাবি অনুযায়ী, ওই ১০৯টা আসনে আদৌ এবার বিজেপি এগিয়ে থাকে নাকি, উত্তর সময় বলবে।
