Pujoy Pulse 2025: টিভি৯ বাংলা পুজোয় পালসের ক্যান্টর পৌঁছে গেল জলপাইগুড়িতে, নামল জনতার ঢল

| Edited By: জয়দীপ দাস

Sep 25, 2025 | 9:09 PM

Pujoy Pulse 2025: জলপাইগুড়ির সদর শহরে ট্যাবলো যেতেই নামল মানুষের ঢল। দেখা গেল কৌতূহলী জনতার ব্যাপক উন্মদনা। পালস মুখে দিতেই টক-মিষ্টি স্বাদে হারিয়ে গেল আট থেকে আশি। গোল-কা-মোল উদযাপনে মেতে উঠল পালসপ্রেমীরা।

জলপাইগুড়ি: চলছে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি। দিকে দিকে ছুটছে পালসের ক্যান্টর। গত দুই পর্বের সাফল্যকে সঙ্গী করে তৃতীয় পর্ব এক্কেবারে নতুন রূপে, নতুন চেহারায়, নতুন ঢঙে। এবারের থিম গোল-কা-মোল। সোজা কথায় পালস গোলমোল যেখানে পুজোর আনন্দ সেখানে। এবার পালসের ক্যান্টর পৌঁছে গেল উত্তরবঙ্গে। ঘুরল জলপাইগুড়ির নানা প্রান্তে।  

জলপাইগুড়ির সদর শহরে ট্যাবলো যেতেই নামল মানুষের ঢল। দেখা গেল কৌতূহলী জনতার ব্যাপক উন্মদনা। পালস মুখে দিতেই টক-মিষ্টি স্বাদে হারিয়ে গেল আট থেকে আশি। গোল-কা-মোল উদযাপনে মেতে উঠল পালসপ্রেমীরা। একজন তো বললেন, ঠাকুর দেখতে গেলে পালস তো এবার অবশ্যই চাই। আ একজন বললেন, এটা খেতে মজাই আলাদা।