AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Job Fraud Charge: ‘টাকা দেব’ বলে ডেকে আনা হয় যুবককে, ফাঁদে পা দিতেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হল

Jalpaiguri: অভিযোগ, ওই যুবক চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এলাকার কারও কাছ থেকে ৩০ হাজার, কারও কাছে ৪৫ হাজার, কারও কাছে আবার ৫০ হাজার টাকা অবধিও নেন।

Job Fraud Charge: 'টাকা দেব' বলে ডেকে আনা হয় যুবককে, ফাঁদে পা দিতেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হল
যুবককে গণপ্রহার জলপাইগুড়িতে। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 5:20 PM
Share

জলপাইগুড়ি: সেনাবাহিনীতে চাকরি দেবে বলে বাজার থেকে প্রচুর টাকা তুলেছিল এক যুবক। অভিযোগ, যাঁরা টাকা দেন, পরে জানতে পারেন পুরোটাই জলে যাচ্ছে। কিন্তু কিছুতেই অভিযুক্তকে নাগালে পাচ্ছিলেন না প্রতারিতরা। এরপরই টাকার প্রলোভন দেখিয়ে তাঁকে ডেকে আনা হয়। শনিবার দুপুরে জলপাইগুড়িতে ওই যুবক আসতেই বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। মারে নাক ফেটে রক্ত বেরোতে থাকে। জলপাইগুড়ি (Jalpaiguri) কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, তাঁদের কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে জলপাইগুড়ি বয়েলখানা বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই একদল যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তে তুমুল হট্টগোল বেধে যায় সেখানে। কালো শার্ট পরা এক যুবককে ঘিরে ধরে হাত চালানোরও অভিযোগ ওঠে।

পরে জানা যায়, ওই যুবক চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এলাকার কারও কাছ থেকে ৩০ হাজার, কারও কাছে ৪৫ হাজার, কারও কাছে আবার ৫০ হাজার টাকা অবধিও নেন। কিন্তু পরে জানা যায়, পুরোটাই ভুয়ো। স্থানীয়দের কথায়, এই যুবক অনেকের কাছ থেকেই টাকা নেন চাকরি দেবেন বলে। কিন্তু চাকরি না পাওয়ায় যখন ওই যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তখন আর পাওয়া যাচ্ছিল না। এরপরই তাঁকে টাকা দেওয়ার টোপ দিয়ে স্থানীয় শান্তিপাড়ায় ডেকে নিয়ে যাওয়া হয় শনিবার। সেখানেই বচসা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এলাকার এক যুবক অমিত বিশ্বাস বলেন, “চাকরি দেওয়ার নাম করে অনেক গরীব ছেলের কাছ থেকে ৪৫ হাজার, ৫০ হাজার টাকা নিয়েছে ও। অথচ যাদের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। আমাদের জানিয়েছিল ওরা। এরপরই টাকার কথা বলে শান্তিপাড়ায় আসতে বলি। কিন্তু আমরা ধরতে গেলে পালিয়ে যায়। এরপরই বেশ কয়েকজন লোক ধরে ফেলে। পালাতে গিয়ে পড়ে যায় ও। তাতেই নাকে চোট পায়।” প্রতারিতদের দাবি, সমস্ত টাকা ফেরাতে হবে। এলাকার প্রায় ১২ জনের কাছ থেকে এই টাকা নিয়েছিলেন অভিযুক্ত। নিজের পরিচয় দিয়েছিলেন, আর্মির কনট্রাক্টর হিসাবে। বিন্নাগুড়িতে তিনি কাজ করেন বলেও জানান। পরে জানা যায় সবটাই মিথ্যা।

আরও পড়ুন: TMC Party Office: তৃণমূলের পার্টি অফিসে ‘মেয়ে নিয়ে আড্ডা, মদ-জুয়ার আসর’, বিস্ফোরক দলেরই কাউন্সিলর

আরও পড়ুন: Duare Ration: কোনওভাবেই সম্ভব নয়, ‘দুয়ারে রেশন’ নিয়ে এবার দিল্লিতে ডিলাররা

আরও পড়ুন: Student Death: এক হাত মুঠো করা, অন্য হাতে তখনও ধরা লাল ছাতা; চা বাগানের ছোট্ট মেয়েটার গায়ে লেপটে বিদ্যুতের তার…