AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physically harassed: কলতলা থেকে তুলে ঘরে ঢুকিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, শোরগোল ময়নাগুড়িতে

Woman physically harassed in Maynaguri: নির্যাতিতার স্বামী ওইদিন ময়নাগুড়ি শহরে সবজি বিক্রি করতে গিয়েছিলেন। গৃহবধূর অভিযোগ, থানায় অভিযোগ করলে তাঁদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। স্বামী বাড়িতে ফিরলে তাঁকে সব ঘটনা জানান নির্যাতিতা। এরপর গতকাল রাতে তিনজনের নামে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Physically harassed: কলতলা থেকে তুলে ঘরে ঢুকিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, শোরগোল ময়নাগুড়িতে
কী বলছেন নির্যাতিতা গৃহবধূ?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 21, 2025 | 1:49 PM
Share

ময়নাগুড়ি: বাড়িতে আর কেউ ছিলেন না। সেই সুযোগে এক গৃহবধূকে বাড়িতে ঢুকে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। ঘটনাটি জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের। অভিযুক্তরা পূর্ব পরিচিত বলে জানিয়েছেন গৃহবধূ। তিনি অভিযোগ করেন, ঘটনার কথা কাউকে বললে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্তরা। ময়নাগুড়ি থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে ৩ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

গৃহবধূর স্বামী পেশায় সবজি বিক্রেতা। বাড়িতে স্বামী-স্ত্রী থাকেন। গৃহবধূর অভিযোগ, গত ১৭ অক্টোবর (শুক্রবার) রাত আনুমানিক দশটা নাগাদ তিনি একাই বাড়িতে ছিলেন। কলতলায় বাসনপত্র পরিষ্কার করছিলেন। সেই সময় প্রতিবেশী তিন যুবক তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। গৃহবধূ মুখ চেপে ঘরের ভেতরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পৈশাচিক অত্যাচার চালায় অভিযুক্তরা। এখনও সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে নির্যাতিতা গৃহবধূ জানিয়েছেন।

নির্যাতিতার স্বামী ওইদিন ময়নাগুড়ি শহরে সবজি বিক্রি করতে গিয়েছিলেন। গৃহবধূর অভিযোগ, থানায় অভিযোগ করলে তাঁদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। স্বামী বাড়িতে ফিরলে তাঁকে সব ঘটনা জানান নির্যাতিতা। এরপর গতকাল রাতে তিনজনের নামে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতা জানিয়েছেন, ভয়ে তাঁরা ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হতে পারেননি।

ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে প্রথমে অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়। পরে আরও দুই অভিযুক্ত ধরা পড়ে। জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, এই ঘটনায় সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ (মঙ্গলবার) জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।