Young Boy Committed Suicide: তিস্তা ব্রিজে দাঁড়িয়ে পরিবারকে হোয়াটস অ্যাপে গ্রুপ ভিডিয়ো কল! তারপর…

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 06, 2021 | 8:35 PM

Jalpaiguri: হাতে মোবাইল নিয়ে পরিবারের সদস্যরা তখনও দেখছেন ছেলেকে। চোখের পলক পড়তেই...

Young Boy Committed Suicide: তিস্তা ব্রিজে দাঁড়িয়ে পরিবারকে হোয়াটস অ্যাপে গ্রুপ ভিডিয়ো কল! তারপর...
তিস্তা ব্রিজ থেকে মরণ ঝাঁপ যুবকের (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি: প্রেমের সম্পর্কের অবনতিতে আত্মহত্যার ঘটনা আকছার উঠে আসে। এইভাবেই চলে যায় বহু প্রাণ। আজকেও উঠে এল ঠিক এমনটাই খবর। দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের অবনতি। আর সেই অবনতি মেনে নিতে না পেরে আত্মহত্যা। এখানেই শেষ নয়, এই সুইসাইডে নেই কোনও সুইসাইড নোট। পরিবারের সবাইকে একসঙ্গে ভিডিও কল। আর তারপর সোজা তিস্তা ব্রিজ থেকে ঝাঁপ। বাবা-মা পরিবারের সদস্যরা অসহায় অবস্থায় তখনও দেখছে বাড়ির ছেলের কীর্তি। কিন্তু কারও কিছু করার উপায় নেই। তাঁদেরই চোখের সামনে শেষ হয়ে গেল একটি প্রাণ।

মৃতের নাম ধীরাজ প্রজাপতি। বছর উনত্রিশের আশেপাশে হবে। জানা গিয়েছে, ধীরাজ ছিলেন বিএসএফ বাড়ির ছেলে। তবে তিনি নিজে বিএসএফ-এ কর্মরত ছিলেন না। তাঁর সঙ্গে অসমের (Assam) একটি মেয়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এবার কোনও কারণে সেই সম্পর্কে চিড় ধরে।

এরপর গতকাল রাতে জন্মদিনের পার্টিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় ওই যুবক। রাস্তায় মদ্যপান করে সে। পরে পরিবারের সদস্যদের হোয়াটস অ্যাপে গ্রুপে ভিডিও কল করে। সেই ফোন চলাকালীনই তিস্তা ব্রিজে উঠে নদীতে ঝাঁপ দেয় সে। মুহুর্তের মধ্যে শেষ হয়ে যায় সবকিছু। কেউ কিছু বুঝে ওঠার আগেই জলের স্রোতে হারিয়ে যায় একটি তরতাজা প্রাণ।

মধ্যপ্রদেশের বাসিন্দা এই পরিবার। বর্তমানে রানিনগর এলাকায় বাড়ি বানিয়েছেন। দাদা মনোজ প্রজাপতি ও তার স্ত্রী উভয়েই বিএসএফ কর্মী বলে জানা গিয়েছে। তারাই ভাই ধীরাজ প্রজাপতিকে বাড়ির সামনে একটি দোকান বানিয়ে দিয়েছিলেন। সেখানেই ধীরাজ ব্যবসা করতো বলে জানা গিয়েছে।

ঘটনার বিষয়ে পারিবারিক এক আত্মীয় জানান, “ধীরজ ছিল আমার বন্ধুর ভাই। গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ দাদা-বউদিকে ভিডিও কল করে। সেই অবস্থায় ঝাঁপ দেয় তিস্তা ব্রিজ থেকে। সঙ্গে সঙ্গে ওর দাদা আর বিএসএফ আসে তল্লাশি করতে। কিন্তু কিছু পায়নি। তারপর সকালেও নৌকা নিয়ে খোঁজা শুরু করি পাইনি। পুলিশ এসেছে। তাঁরাও চেষ্টা চালাচ্ছে।”

গতকাল রাতে এই ঘটনার পরেই জলপাইগুড়ি সদর এস ডি ও এবং অতিরিক্ত জেলা শাসকের তৎপরতায় সিভিল ডিফেন্স কর্মী এবং স্থানীয় ডুবুরিদের দিয়ে নদীতে খোঁজ চালানো শুরু করে। সোমবার সকাল থেকে নদীতে তল্লাশিতে নামে বিএসএফ। যদিও সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। নদীতে তল্লাশি জারি রেখেছে প্রশাসন।

আরও পড়ুন: Amit Shah: নাগাল্যান্ডে ১৪ গ্রামবাসীর মৃত্যু, আজ সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

আরও পড়ুন: Ghatal Hospital: ‘এক হাঁটু নোংরা জল পেড়িয়ে পৌঁছাতে হয় হাসপাতালে!’ বেহাল অবস্থা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের

Next Article