AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় মোবাইল নিয়ে হলে যুবক, ধরা পড়তেই যাচ্ছেতাই কাণ্ড

Jalpaiguri: প্রথম দফার পরীক্ষা শেষ হতে না হতেই বেলাকোবার বাসিন্দা এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরে এসে সাংবাদিকদের কাছে গুরুতর অভিযোগ করেন। অভিযোগকারী দেবব্রত রায় জানাচ্ছেন, তাঁর আসন পড়েছিল পরীক্ষা কেন্দ্রের ৮ নম্বর ঘরে।

Jalpaiguri: সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় মোবাইল নিয়ে হলে যুবক, ধরা পড়তেই যাচ্ছেতাই কাণ্ড
প্রতীকী ছবি, গ্রাফিক্স- এআইImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Mar 17, 2024 | 7:12 AM
Share

জলপাইগুড়ি: সদ্য শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার অভিযোগ বাতিল হয়েছে বহু পড়ুয়ার পরীক্ষাই। এবার যেন একই ছবি ধরা পড়ল সরকারি চাকরির পরীক্ষাতেও। মোবাইলে প্রশ্ন পাঠিয়ে উত্তর এনে পরীক্ষা। খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠল জলপাইগুড়ির এক পরীক্ষা কেন্দ্রে।

শনিবার ছিল পরীক্ষা। জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষার আয়োজন হয়েছিল। মোট তিন দফায় হচ্ছিল পরীক্ষা। শুরুতে সব ঠিকই ছিল। কিন্তু, প্রথম দফার পরীক্ষা শেষ হতে না হতেই বেলাকোবার বাসিন্দা এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরে এসে সাংবাদিকদের কাছে গুরুতর অভিযোগ করেন। অভিযোগকারী দেবব্রত রায় জানাচ্ছেন, তাঁর আসন পড়েছিল পরীক্ষা কেন্দ্রের ৮ নম্বর ঘরে। সেখানেই তাঁর সঙ্গে ছিল অভিযুক্ত। দেবব্রতর দাবি, তিনি দীর্ঘক্ষণ থেকেই দেখছিলেন তাঁর ঘরে এক পরীক্ষার্থী সঙ্গে মোবাইল নিয়ে ঢুকেছে। তা দিয়েই তিনি পরীক্ষার প্রশ্ন বাইরে পাঠিয়ে উত্তর জেনে নিচ্ছেন। বিষয়টি তিনি হলে থাকা পরীক্ষককেও জানান। তাতেই শোরগোল পড়ে যায় পরীক্ষা কেন্দ্রে। 

দেবব্রতর প্রশ্ন, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। তারপরেও কী করে সকলের নজর এড়িয়ে ওই পরীক্ষার্থী হলে ঢুকলেন। পুলিশ তাঁদের ব্যাগ পর্যন্ত নিয়ে যেতে দেয়নি। কিন্তু, এই ছেলেটি কীভাবে তা এড়িয়ে মোবাইল নিয়ে হলে ঢুকে গেল। তাঁর সঙ্গেই অন্যান্য পরীক্ষার্থীরাও সামগ্রিক নজরদারি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। 

জলপাইগুড়ি কোতোয়ালি থানার এক পদস্থ পুলিশ আধিকারিক জানাচ্ছেন যে পরীক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁর বাড়ি মালদহ জেলার পাকুয়া হাট। অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠতেই তাঁকে জলপাইগুড়ি কদমতলা বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র থেকে গ্রেফতার করা হয়েছে।