KMC Election Result 2021: বাম-কংগ্রেস জোট করলে একটাও আসন পেত না বিজেপি! দাবি অনুব্রত-র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 21, 2021 | 4:41 PM

KMC Election Result 2021: জয়ের কথা প্রথম থেকেই জানতেন, পুরভোটের ফল প্রকাশের পর এমনটাই করেছেন অনুব্রত মণ্ডল।

KMC Election Result 2021: বাম-কংগ্রেস জোট করলে একটাও আসন পেত না বিজেপি! দাবি অনুব্রত-র

Follow Us

বীরভূম : প্রথম থেকে বলেছিলাম অন্তত ১৩৫ টি আসন পাবে তৃণমূল। মঙ্গলবার পুরভোটের ফল সামনে আসার পর এমনটাই দাবি করেছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, বাম-কংগ্রেস জোট করেনি বলেই কয়েকটি আসন পেয়েছে বিজেপি, নাহলে সেটুকুও পেত না।

এ দিন গণনার শুরু থেকেই স্পষ্ট হয়ে যায় তৃণমূলের নিরঙ্কুশ জয়। ১৩৪ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বাম ও কগ্রেস পেয়েছে ২ টি করে আসন ও বিজেপি তিনটি। এই ফল প্রকাশের পর অনুব্রত মণ্ডল বলেন, ‘যখন নির্বাচন ঘোষণা হল, তখনই আমি বলে দিয়েছিলাম ১৩৪ থেকে ১৩৫ টি আসন পাবে তৃণমূল, ১৪০ টিও হতে পারে।’ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দিয়েছেন। পাশাপাশি, তিনি এও বলেন, ‘৩৪ বছরের বাম আমলের পর কলকাতার যে ভাবে উন্নয়ন হয়েছে, তার জন্য ভোট দিয়েছে সাধারণ মানুষ।’

অনুব্রতর কথায়, বিজেপির লজ্জা লাগা দরকার। তিনি মনে করেন, বিধানসভায় বাম-কংগ্রেস জোট হয়েছিল বলেই বেশি আসন পেয়েছে বিজেপি। তিনি বলেন, ‘জোট না করলে বিধানসভায় বিজেপি অতগুলো আসন পেত না। অন্তত ১০ টি আসন কম পেত বিজেপি। জোটকে মানুষ ঘৃণা করেছে, তাই বিজেপিকে ভোট দিয়েছিল।’ বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত আরও বলেন, ‘এবার উচিৎ বিজেপির চুপ করে থাকা আর কখনও কখনও উন্নয়নে সামিল হওয়া।’

এ দিকে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৩শে ডিসেম্বর নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে। সেদিন দুপুরে কলকাতায় মহারাষ্ট্র ভবনে এই অনুষ্ঠান হবে। কলকাতা বিমানবন্দরে এ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: KMC Election Result 2021: শুনশান বিজেপির রাজ্য অফিসের সামনে উড়ল তৃণমূলের জয়ধ্বজা-সবুজ আবির

Next Article