Co-Operative Election: কোলাঘাট সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা, ফল নিয়ে জারি ধোঁয়াশা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Updated on: Mar 27, 2023 | 12:17 AM

দুই ফুলের (TMC & BJP) শিবিরই নিজেদের জয়ী বলে দাবি জানাচ্ছে।

Co-Operative Election: কোলাঘাট সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা, ফল নিয়ে জারি ধোঁয়াশা
প্রতীকী ছবি।

Follow us on

কোলাঘাট: পাঁশকুড়া যশোড়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে সিপিআইএম। কিন্তু, কোলাঘাট পাইকপাড়ি সমবায় নির্বাচনের ফল নিয়ে জারি রইল অনিশ্চয়তা। নির্বাচন ঘিরে দিনভর শাসক, বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল উত্তেজলা, ফাইল লোপাটের চেষ্টার অভিযোগের পর এবার নির্বাচনের ফল নিয়ে তৈরি হয়েছে সংশয়। দুই ফুলের (TMC & BJP) শিবিরই নিজেদের জয়ী বলে দাবি জানাচ্ছে। শুধু দাবি জানানো নয়, গেরুয়া ও সবুজ আবিরও উড়ল। এদিকে, ভোট গণনার পরেও হদিশ নেই ভোটকর্তা ও সমবায় সমিতির ম্যানেজারের। ফলে আদৌ কোন ফুলের দাবি সঠিক, তা স্পষ্ট হল না। আগামী সপ্তাহে বোর্ড গঠনের দিনই বিষয়টি জানা যাবে।

জানা গিয়েছে, এদিন কোলাঘাট পাইকপাড়ি সমবায় সমিতির নির্বাচন ছিল। পুরভোট, পঞ্চায়েত ভোটের মতো এই সমবায়ের নির্বাচন ঘিরেও সকাল থেকে শাসক ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। তারপর ভোটগ্রহণের পর গণনা সম্পন্ন হওয়ার আগেই ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ, ভোট চলাকালীন ম্যানেজারকে ব্যাঙ্কে পাঠায় কিছু ফাইল লোপাটের জন্যে। সেই সময় কিছু সমবায় কর্মী ধরে ফেলেন সেই ম্যানেজারকে। তারপর তাঁরা ব্যাঙ্কের মধ্যই তালাবন্দি করে রাখেন ম্যানেজারকে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খোলে এবং ম্যানেজারকে উদ্ধার করে। এব্যাপারে ভোটকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে চলে যান। তবে ফাইল লোপাটের চেষ্টা হয়েছিল বলে স্বীকার করে নিয়েছে তৃণমূল ও বিজেপি।

এরপর দুই দলই নিজেদের জয়ী ঘোষণা করে। স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি অসীম মাঝি জানান, এদিনের সমবায় নির্বাচনে তৃণমূলই জয়ী হয়েছে। ১২টি আসনের মধ্যে তৃণমূল ১০টি আসনে জয়ী হয়েছে এবং বিজেপি পেয়েছে মাত্র ১টি আসন। যদিও তৃণমূলের দাবি খণ্ডন করে পাল্টা বিজেপির দাবি, তৃণমূল ১২টি আসনেই এবং বিজেপি ৯টি আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপির সমর্থনে ৬ জন জিতেছে। নির্দল ৩ জন আমাদের সমর্থন করবে বলে জানিয়েছে। আগামী সপ্তাহে বোর্ড গঠনের সময়ই বিষয়টি প্রকাশ্যে আসবে। অর্থাৎ কোলাঘাট পাইকপাড়ি সমবায় নির্বাচনের ফল জানতে আগামী সপ্তাহে বোর্ড গঠন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla