Rahul Sinha: তৃণমূলের একটাই ইস্তেহার ‘লুঠ’! ফের শাসকদলকে তীব্র আক্রমণ রাহুলের
North 24 pargana: রাহুল বলেন, "ওদের ইস্তেহারে শুধু বড়-বড় কথা রয়েছে।"
দক্ষিণেশ্বর: ফের তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা রাহুল সিনহার। এদিন দক্ষিণেশ্বর মন্দিরে সচ্ছ-ভারত অভিযানে এসে শাসকদলকে কড়া বার্তা দিলেন তিনি। বলেন, “আসন্ন পৌরভোটে যদি আগের মতো হিংসা হয় তাহলে বুঝতে হবে দলের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জীর কোনও নিয়ন্ত্রণ নেই।”
আজ স্বচ্ছ-ভারত অভিযানে আসেন রাহুল সিনহা। ঝাঁটা হাতে মন্দির চত্বর পরিষ্কার করতে দেখা যায় তাঁকে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক প্রশ্নের জবাব দিতে থাকেন তিনি। প্রথমেই তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ নিয়ে কড়া ভাষায় বলেন, “তৃণমূল ইস্তেহারের বাস্তব কোনও কিছুই রূপায়ন করবে না। এই ইস্তেহারে শুধু বড়-বড় কথা বলা বলা রয়েছে। তৃণমূল পরিচালিত পুরোসভা ভোট ইস্তেহারের আশেপাশেও যায়নি। সেই কারণে আমি মনে করি ওদের ইস্তেহার প্রকাশ করা আর না করা সামন। শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আর এর দ্বারাই ভোট নেয়।এটাই ওদের মূল রাজনীতি। ওদের প্রতিটি ইস্তেহারে গাল ভরা কথা রয়েছে। তূণমূলের একটাই ইস্তেহার রয়েছে। তা হলো লুঠ। যে কারণে এই দুদিনে লোক মারা গেল। মুর্শিদাবাদের ওদের দলেরই লোক মারা গেল। রিজেন্ট পার্কে দলের লড়াইয়ে লোক মারা গেল। এর থেকেই বোঝা যাচ্ছে ওদের একটাই এজেন্ডা বাংলার সম্পত্তি লুটেপুটে খাও।”
এরপর ভ্যাকসিন দুর্নীতি নিয়ে মুখ খোলেন রাহুন, “ভ্যাকসিন নিয়ে রাজনীতি করা হচ্ছে। রীতিমতো টিকা নিয়ে দুর্নীতি চলছে। নকল ভ্যাকসিনকাণ্ডে এখনও কারোর সাজা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও করোনা টিকা নিয়ে রাজনীতি করছে।”
এরপর তিনি বলেন, “রাজ্যে যা অপরাধ হচ্ছে তার চেয়ে বেশি অপরাধ ছড়াচ্ছে তৃণমূল। কারণ ওদের গোষ্ঠী সংঘর্ষে আরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।তোলাবাজি কে কার দখলে রাখবে তা নিয়ে খুনোখুনি হচ্ছে। পুলিশকে এখন রীতিমত হিমসিম খেতে হচ্ছে এইসব সামলাতে।পুলিশকেও সারাদিন এই নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। এত লড়াইতে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে।”
এরপর কৃষি আন্দোলন নিয় রাহুল সিনহা জানান যে কৃষকরা এখন মোদীজিকে আর্শীবাদ করছেন। কারণ তাঁদের দাবি পূরণ করেছেন প্রধানমন্ত্রী। সেই কারণ তাঁরা আন্দোলন ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন।”
আজ দক্ষিণেশ্বরে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠানে এসে প্রথমে মা ভবতারিনিকে পুজো দেন বিজেপি নেতা। এরপর মন্দিরের সামনে ঝাঁটা হাতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: Modi in UP: ‘৫০ বছরের কাজ, ৫ বছরে শেষ করেছে ডবল ইঞ্জিন সরকার’, ভোটমুখী উত্তর প্রদেশে বার্তা মোদীর