Died 11: বাজ পড়ে ১১ জনের মৃত্যু, শোকবার্তা মমতার
Maldah: বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় মালদহের বিভিন্ন এলাকায়। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে ৩ জনের মৃত্যুর খবর আসে। আম বাগানে আম কুড়োতে গিয়েছিলেন কেউ, কেউ পাহারার কাজে ছিলেন, সেই সময়ই বাজ পড়ে মৃত্যু হয় চন্দন সাহানি (৪০), রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডলের (২১।
মালদহ: একের পর এক বাজ পড়ে চলেছে দুপুরের পর থেকে। কোথাও কালোর মেঘের আড়াল থেকে কোথাও বা প্রবল ঝড়ের মাঝে। মালদহে বৃহস্পতিবার বাজ পড়ে ১১ জনের মৃত্য়ু হয়েছে। উল্লেখযোগ্যভাবে সিংহভাগই আম কুড়োতে গিয়ে কিংবা আম বাগানের পাহারা দিতে গিয়ে এমন ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যুর এসেছে এদিন। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকবার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনার কথা। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। জেলা প্রশাসন সর্বোতভাবে পাশে আছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় মালদহের বিভিন্ন এলাকায়। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে ৩ জনের মৃত্যুর খবর আসে। আম বাগানে আম কুড়োতে গিয়েছিলেন কেউ, কেউ পাহারার কাজে ছিলেন, সেই সময়ই বাজ পড়ে মৃত্যু হয় চন্দন সাহানি (৪০), রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডলের (২১। অন্যদিকে গাজলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহার (১৯) মৃত্য়ু হয়। এই সাতজনের মৃতদেহ আনা হচ্ছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পাশাপাশি মানিকচক ব্লকে বাজ পড়ে মৃত্যু হয় এক নাবালক ও এক বৃদ্ধের। বৃহস্পতিবার দুপুরের পর মানিকচক এলাকাজুড়ে প্রবল ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। মুহুর্মুহু বাজ পড়তে থাকে। সেই বজ্রপাতেই প্রাণ যায় অতুল মণ্ডলেরও (৬৫)। হাড্ডাটোলার বাসিন্দা তিনি।
My heart goes out to the families who lost their loved ones in Malda due to the tragic lightning strikes. I extend my deepest condolences to them during this difficult time.
My thoughts and prayers are with the injured, and I pray for their swift recovery.
Our district…
— Mamata Banerjee (@MamataOfficial) May 16, 2024
১১ বছরের শেখ সাবরুল চৌকি মিরদাদপুর অঞ্চলের নিহালুটোলার আম বাগানে আম কুড়োতে গিয়েছিল। সেখানে মারা যায় সে। রতুয়া থানা এলাকার সুমিত্রা মণ্ডল (৪৫) গিয়েছিলেন জমিতে ধান কাটতে। উত্তর বালুপুরের এই বাসিন্দা সেখানেই মারা যান। এদিন সকাল থেকেই প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে। মানিকচকের মহম্মদটোলার রানা শেখ নামে আট বছরের এক বালকের মৃত্যু হয়েছে বাজ পড়ে। হরিশ্চন্দ্রপুরে মৃত্যু হয় দম্পতি নয়ন রায় (২৩) ও প্রিয়াঙ্কা সিংহের (২০)। কুন্দরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা। ইংলিশবাজারের মিল্কির পঙ্কজ মণ্ডলও (২৩) মারা যান বজ্রাঘাতে। আহতও হয়েছেন বেশ কয়েকজন।