Women BSF: পিছন থেকে ধারাল অস্ত্র নিয়ে হামলা, ‘রণাঙ্গনে’ একা মহিলা BSF-ই বুঝিয়ে দিলেন বাংলাদেশিদের

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 16, 2025 | 4:28 PM

Women BSF: বিএসএফ সূত্রে খবর, বুধবার রাতে সীমান্তে নজরদারির কাজ করছিলেন এক মহিলা জওয়ান। সেই সময় ভারতের দিক থেকে বেশ কয়েকজন গরু পাচারকারী ভারতীয় ভূখণ্ডের দিক থেকে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল।

Women BSF: পিছন থেকে ধারাল অস্ত্র নিয়ে হামলা, রণাঙ্গনে একা মহিলা BSF-ই বুঝিয়ে দিলেন বাংলাদেশিদের
আক্রান্ত মহিলা বিএসএফ, দিলেন যোগ্য জবাবও
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: মালদহের বৈষ্ণবনগরে কাঁটাতার দেওয়া নিয়ে আগেই উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে বিএসএফ-এর সঙ্গে গ্রামবাসী হাতে হাত লাগিয়ে নেমেছেন লড়াইয়ের ময়দানে। এবার পুরানো মালদহের বর্ডার আউট পোস্ট নানহালভঙ্গে মহিলা বিএসএফ জওয়ানের উপর হামলা অনুপ্রবেশকারীদের। সেই সময় একাই কার্যত দেবী দূর্গার মতো ‘রণাঙ্গনে’ তিনি। তবে দিলেন যোগ্য জবাব। আত্মরক্ষার স্বার্থে ওই মহিলা জওয়ান চালালেন পরপর গুলি। ‘লেজ’ গুটিয়ে পালাল অনুপ্রবেশকারী।

বিএসএফ সূত্রে খবর, বুধবার রাতে সীমান্তে নজরদারির কাজ করছিলেন এক মহিলা জওয়ান। সেই সময় ভারতের দিক থেকে বেশ কয়েকজন গরু পাচারকারী ভারতীয় ভূখণ্ডের দিক থেকে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। অভিযুক্তদের হাতে গরু ছিল। অন্যদিকে বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। ওই মহিলা জওয়ান সেই সময় একাই ছিলেন।

এরপর তিনি ছুটে যান। ওই পাচারকারী এবং অনুপ্রবেশকারীদের সতর্ক করতে চিৎকার শুরু করেন। তখনই বাংলাদেশের দিকে থাকা অনুপ্রবেশকারীরা ধারাল অস্ত্র দিয়ে ওই মহিলা জওয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। সেই সময় মহিলা জওয়ান আকাশের দিকে তাক করে পরপর গুলি ছোড়েন। চোরাকারবারীরা তখনও এগিয়ে যেতে থাকেন। এরপর এক রাউন্ড গুলি চালান। তখন অনুপ্রবেশকারীরা অন্ধকারে পালিয়ে যায়। তারপর গরু উদ্ধার করেন ওই বিএসএফ জওয়ান।

Next Article