Suvendu Adhikari: ‘ভাষা, জাতের নামে বিভক্ত হওয়া যাবে না’, মালদহ থেকে বার্তা শুভেন্দুর

Suvendu Adhikari rally in Malda: বিরোধী দলনেতা বলেন, "হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ বা কারা বলে, ধর্ম যার যার, উৎসব সবার। আর এই রাজ্যের বিরোধী দলনেতার কথা, ধর্ম যার যার, আর রক্ষা করার দায়িত্বও তার। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, জাতের নামে বিভক্ত হয়ে যাই। এর সুযোগ অন্যরা নেয়।"

Suvendu Adhikari: ভাষা, জাতের নামে বিভক্ত হওয়া যাবে না, মালদহ থেকে বার্তা শুভেন্দুর
মালদহে বিজেপির সভায় শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 02, 2025 | 6:40 PM

মালদহ: আর মাস পাঁচেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা না হলেও বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই পরিস্থিতিতে ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মালদহের ইংরেজবাজারে বিজেপির সভা থেকে তাঁর বার্তা, “ভাষা, জাতের নামে বিভক্ত হওয়া যাবে না।” তৃণমূল কংগ্রেসকেও নিশানা করলেন তিনি।

এদিন ইংরেজবাজারের সভা থেকে মোথাবাড়িতে হিংসার ঘটনার কথা টেনে আনেন শুভেন্দু। হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন। বিরোধী দলনেতা বলেন, “হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ বা কারা বলে, ধর্ম যার যার, উৎসব সবার। আর এই রাজ্যের বিরোধী দলনেতার কথা, ধর্ম যার যার, আর রক্ষা করার দায়িত্বও তার। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, জাতের নামে বিভক্ত হয়ে যাই। এর সুযোগ অন্যরা নেয়। তাই, আপনাদের ভাষার নামে, জাতের নামে বিভক্ত হওয়া যাবে না।”

এরপরই রাজ্যের শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন, “আমাদের শেষ করা হচ্ছে। আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। আমরা যেখানে সংখ্যায় কম, সেখানে আমাদের উপর সংগঠিত আক্রমণ করা হচ্ছে। এবং রাজধর্ম পালনের যাঁদের কথা, তাঁরা ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতির জন্য আমাদের সাহায্য করছেন না। আমরা আমাদের ভালটা অনেকে বুঝতে পারছি না। আমরা ধর্মনিরপেক্ষতার জামা গায়ে দিয়ে রেখেছি। আমরা কাউকে আঘাত দিতে চাই না। আমরা সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু, আমরা কেন আক্রান্ত হব?” আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে। সেখানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান বিরোধী দলনেতা।

ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের হালহকিকত-

এদিন শুভেন্দু যেখানে সভা করলেন, সেই ইংরেজবাজার বিধানসভার ভোটচিত্র দেখে নেওয়া যাক। ইংরেজবাজার বিধানসভা আসনটি মালদহ দক্ষিণ লোকসভার অধীনস্থ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইংরেজবাজার বিধানসভায় বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৫৮.৮৬ শতাংশ ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ২২.৫২ শতাংশ ভোট। আর তৃণমূল প্রার্থী ১৫.৫৩ শতাংশ ভোট পেয়েছিলেন। আর তার ৩ বছর আগে একুশের বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি পেয়েছিলেন ৪৯.৯৭ শতাংশ ভোট। আর তাঁর নিকটতম তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী পেয়েছিলেন ৪০.৬৫ শতাংশ ভোট। বিজেপি প্রার্থী জিতেছিলেন ২০ হাজারের বেশি ভোটে।