BJP MLA: ‘নিখোঁজ’ পদ্ম বিধায়ককে খুঁজতে পুলিশের দ্বারস্থ যুব তৃণমূল!

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Updated on: Nov 26, 2021 | 1:05 PM

Malda Englishbazar: ঘাসফুল শিবিরের আরও অভিযোগ, বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কলকাতায় থাকেন। মালদাতেই থাকেন না। তাঁকে ফোন করা হলে তিনি ফোনও ধরেন না।

BJP MLA: 'নিখোঁজ' পদ্ম বিধায়ককে খুঁজতে পুলিশের দ্বারস্থ যুব তৃণমূল!
থানায় পুলিশের দ্বারস্থ তৃণমূল, নিজস্ব চিত্র

Follow us on

মালদা: বিধানসভা নির্বাচন মিটেছে। উপনির্বাচনও গিয়েছে। সামনে এখন আসন্ন পুরভোট। কিন্তু, দেখা মিলছে না বিধায়কের। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক (BJP MLA) শ্রীরূপা চৌধুরীর নামে এমনই অভিযোগ করে থানায় নিখোঁজ ডায়রি দায়ের করল তৃণমূল যুব কংগ্রেস।

শাসক শিবিরের অভিযোগ, নিজের এলাকাতেই নাকি দেখা মিলছে না বিজেপি বিধায়কের! সেই যে নির্বাচন গিয়েছে, তারপর থেকে আর এলাকাতেই দেখা যায়নি শ্রীরূপাকে। এদিকে, সাধারণ মানুষ সমস্যায় পড়লে বিধায়ককে কাছে না পেয়ে তৃণমূল কর্মীদের কাছেই আসছেন। তাঁরা সাধ্যমতো চেষ্টাও করছেন কাজ করে দেওয়ার। সাহায্য় করার। কিন্তু বিধায়কের অনুপস্থিতির জেরে ‘তীরে এসে তরী’ ডুবছে। তাই বাধ্য হয়েই প্রশাসনের সাহায্য চেয়ে থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়রি দায়ের করেছে যুব তৃণমূল নেতৃত্ব।

ঘাসফুল শিবিরের আরও অভিযোগ, বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কলকাতায় থাকেন। মালদাতেই থাকেন না। তাঁকে ফোন করা হলে তিনি ফোনও ধরেন না। এলাকার মানুষের সঙ্গে কোনও যোগাযোগও রাখেন না। ফলে, সমস্যায় পড়লে সাধারণ মানুষ তাঁকে কাছে পান না। তাই সাধারণ মানুষের কথা ভেবেই বিজেপি বিধায়কের নামে ‘নিখোঁজ’  পোস্টার তৈরির পাশাপাশি থানাতে গিয়েও অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

সেই পোস্টারে লেখা হয়েছে, “নিখোঁজ, সন্ধান চাই।” সঙ্গে বিধায়কের ছবি। নীচে লেখা, ‘সৌজন্যে: ইংরেজবাজার শহর যুব তৃণমূল কংগ্রেস’। অন্য আরেকটি পোস্টারে লেখা হয়েছে, “বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের নিঁখোজ বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সন্ধানে দাবিতে মানববন্ধন।” নীচে লেখা, ‘সৌজন্যে: ইংরেজবাজার শহর যুব তৃণমূল কংগ্রেস’।

তৃণমূল ছাত্র-যুবের পক্ষে সুতীর্থ সাহা বলেন, “আমরা ইংরেজবাজারের স্থায়ী বাসিন্দা ৷ গত বিধানসভা নির্বাচনের পর থেকে আমাদের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরির খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাঁর মোবাইলে কল করলে কেউ ফোন ধরছেন না ৷ তাঁর স্থায়ী ঠিকানায় অর্থাৎ বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায় না ৷ স্থানীয় লোকজন যখন তৃণমূলের নেতাকর্মীদের শরণাপন্ন হচ্ছেন, তখন আমরা অন্য বিধায়কের সাহায্যে কাজ করানোর চেষ্টা করছি ৷ কিন্তু আমাদের দুশ্চিন্তা হচ্ছে ৷ কারণ, আমাদের বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ আজ সংবাদমাধ্যমেও দেখলাম, তাঁর দলের কর্মীরাই নাকি জানেন না তিনি কোথায় ! সেই কারণেই দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রশাসনের কাছে বিধায়কের নামে মিসিং ডায়েরি করেছি আমরা ৷’’

বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল-এর জবাবে বলেন, “শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির বিধায়ক ৷ তিনি যদি নিখোঁজ হন, তবে তাঁর মিসিং ডায়েরি করবে বিজেপি ৷ সেই অধিকার তৃণমূলকে কে দিয়েছে ? তিনি যখন ব্যক্তিগত কাজে বাইরে যান, সেই সময় সাধারণ মানুষের প্রয়োজনে তাঁর সচিব সমস্ত কাজ সামলান ৷’’ তবে এই ঘটনায়, খোদ শ্রীরূপার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: Malda: TV9 বাংলার খবরের জের! ঘর ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি, অধরা অভিযুক্ত তৃণমূল নেতা

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla