Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: TV9 বাংলার খবরের জের! ঘর ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি, অধরা অভিযুক্ত তৃণমূল নেতা

TV9 Impact: তাঁদের হারানো বাড়ি-জমিও ফিরিয়ে দেয় পুলিশ। আপাতত নিজেদের ঘরেই রয়েছেন ওই দম্পতি। কিন্তু, এই গোটা ঘটনার নেপথ্যে যে তৃণমূল নেতা অভিযুক্ত সেই নাসিরুদ্দিনকে এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ

Malda: TV9 বাংলার খবরের জের! ঘর ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি, অধরা অভিযুক্ত তৃণমূল নেতা
সেই বৃদ্ধ দম্পতি, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2021 | 7:31 PM

মালদা: TV9 বাংলার খবরের জের! লাগাতার খবরের জেরে ২৪ ঘণ্টার মধ্যেই  অবশেষে নিজেদের হারানো ঘর-জমি ফিরে পেলেন অশীতিপর বৃদ্ধ দম্পতি। কিন্তু এখনও অধরা অভিযুক্ত তৃণমূল নেতা নাসিরুদ্দিন। নানাভাবে চেষ্টা করেও তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি। কেন গ্রেফতারিতে গড়িমসি? উঠছে প্রশ্ন।

গতকালই, TV9 বাংলার লাগাতার খবরের জেরে অস্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি। আশ্রয় দিয়েছিল পুলিশ। সারাদিন খোলা মাঠে বসে থাকার পর সংবাদমাধ্যমে এই খবর প্রচার হতেই তড়িঘড়ি ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ। তাঁদের নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি, হারানো জমি-বাড়ি ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেয় প্রশাসন। ঘটনায় TV9 বাংলাকে ধন্যবাদ জানান ওই বৃদ্ধা।

বৃহস্পতিবার, তাঁদের হারানো বাড়ি-জমিও ফিরিয়ে দেয় পুলিশ। আপাতত নিজেদের ঘরেই রয়েছেন ওই দম্পতি। কিন্তু, এই গোটা ঘটনার নেপথ্যে যে তৃণমূল নেতা অভিযুক্ত সেই নাসিরুদ্দিনকে এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ। কতদিন এইভাবে শাসক দলের ‘দাদাগিরির’ শিকার হবেন সাধারণ মানুষ? প্রশ্ন সংশ্লিষ্ট মহলের।

পুলিশ ওই দম্পতিকে উদ্ধার করার পর মহিলা জানিয়েছেন, TV9-এর কাছে তিনি ভীষণভাবে কৃতজ্ঞ। লাগাতার খবরের জেরেই ওই বৃদ্ধ দম্পতির অন্তত কিছু ব্যবস্থা হল। নয়ত, কতদিন খোলা মাঠের মধ্যে পড়ে থাকতে হত, তা জানা ছিল না।

ঠিক কী হয়েছিল তাঁদের? অভিযোগ, বৃদ্ধ দম্পতিকে প্রথমে ঘরছাড়া। আর তারপর জমি-জায়গা জোর করে বিক্রি করে দিল স্থানীয় তৃণমূল নেতা। তখন থেকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিলেন ওই দম্পতি। মালদার হরিশ্চন্দ্র পুরের তেঁতুল বাড়ি গ্রামের ঘটনা। টানা তিন দিন ধরে শীতের মধ্যে খোলা মাঠের মধ্যেই পড়ে আছেন তাঁরা। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি।

কথা ছিল তাঁদের অন্যত্র অনেক কম দামের একটি জায়গা দেওয়ার। যার জন্যে ১০ হাজার টাকা আগাম নেওয়াও হয়। কিন্তু সেই জমিও দেওয়া হয়নি বলে অভিযোগ। বৃদ্ধের নাম শেখ ভুসরা। বয়স ৯০। এখন বয়সের ভারের পাশাপাশি প্রতিবন্ধী তিনি। কথাও স্পষ্ট বলতে পারেন না। বৃদ্ধা স্ত্রী বেগম বিবি। দুই ছেলে পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যেই বছরের পর বছর থাকে। রাস্তার ধারে দু’কাঠা জমি ছিল তাদের। সেখানেই আশ্রয়। রাস্তার ধারের জায়গা হওয়ায় নজর জমি মাফিয়াদের।

স্থানীয় তৃণমূল নেতা তথা জমির কারবার করা নাসিরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তিনি ও তাঁর লোকজন জোর করে বৃদ্ধ দম্পতিকে ঘর থেকে বের করে তাঁদের বসত ভিটে বিক্রি করতে বাধ্য করে। প্রতিশ্রুতি দেওয়া হয় গ্রামেই অন্যত্র একটি জায়গায় তাঁদের থাকতে দেওয়া হবে। যার জন্যে ১০ হাজার টাকা নাসিরুদ্দিন অগ্রীম নেয় বৃদ্ধ দম্পতির কাছ থেকে।

কিন্তু গত তিন দিন ধরে শীতের মধ্যে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে পড়ে রয়েছে ওই বৃদ্ধ দম্পতি। দেখা নেই কারোও । মেলেনি আশ্রয়। বাধ্য হয়ে হরিশ্চন্দ্র পুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। জায়গা না পেলে আমৃত্যু এভাবেই পড়ে থাকবেন বলে সাফ জানিয়েছেন তাঁরা। যদিও এই নাসিরুদ্দিনের এই কাণ্ডে ক্ষুব্ধ একাধিক তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, জমি বিবাদের জেরে গর্ভবতী মহিলাকে মাটিতে ফেলে তাঁর পেটে মারার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাস্থান ফের মালদা। এখানেই শেষ নয় অত্যাচার! মহিলার শাশুড়িকে বিবস্ত্র করে চলল মার। আর এই সব অভিযোগ উঠছে স্থানীয় তিন তৃণমূল নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Hospital) ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি এমনটাই অভিযোগ পরিবারের। গ্রামের মোড়ল মাতব্বরদের সালিসি করার চেষ্টা হলে উলটে অভিযুক্তদেরই পক্ষ নিয়েছে তাঁরা।

দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন: Adhir Chowdhury: ‘কান ধরে ওঠবোস করে ক্ষমা চান দিদির দলের লোক’