Sukanta Majumdar: শুভেন্দুর পর এবার মোথাবাড়িতে সুকান্ত, দিলেন বড় বার্তা
Sukanta Majumdar: দিনতিনেক আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়ি এসেছিলেন। চারটি জায়গায় যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সাহায্যও তুলে দেন।

মোথাবাড়ি: এর আগে ঢুকতে পারেননি। পুলিশ বাঁশের কেল্লার মতো ব্যারিকেড করে আটকেছিল। কিন্তু এবার পুলিশকে সঙ্গে নিয়েই মালদহের মোথাবাড়িতে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। তাঁকে দেখে কেঁদেও ফেলেন কেউ কেউ। তাঁদের আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি। একইসঙ্গে তিনি শান্তি বজায় রাখার বার্তা দেন।
মোথাবাড়িতে অশান্তির পর বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু তাঁকে মোথাবাড়ি ঢোকার আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। তুমুল বিক্ষোভও হয়। এবার সেই মোথাবাড়িতে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বললেন সুকান্ত। ভাঙচুর হওয়া দোকান-বাড়ি দেখলেন। তাঁর সামনে কান্নায় ভেঙে পড়লেন এক আক্রান্ত মহিলা। এক কিশোরী নিজের আঁকা ছবি আবার সুকান্ত মজুমদারের হাতে তুলে দিল। শয়ে শয়ে মানুষ হাঁটল মোথাবাড়িতে সুকান্ত মজুমদারের সঙ্গে। আক্রান্তদের কথা শুনলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁদের হয়ে আইনি লড়াইয়ের আশ্বাসও দিলেন।
এদিন মোথাবাড়িতে আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত বলেন, “সবাইকে অনুরোধ করব, শান্তি বজায় রাখুন। তৃণমূল কংগ্রেসকে মনে করাব, তোষণের রাজনীতি দিয়ে কোনও দল বেশিদূর এগোতে পারে না। যে সাম্প্রদায়িক শক্তি ফোঁস ফোঁস করে ফণা মেলছে পশ্চিমবঙ্গে, আগামিদিনে ভয়ঙ্কর রূপ হয়তো দেখতে পাব। সরকারকে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে।”
এই খবরটিও পড়ুন




দিনতিনেক আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়ি এসেছিলেন। চারটি জায়গায় যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সাহায্যও তুলে দেন।

বৈষ্ণবনগরে সুকান্ত মজুমদার
এদিন মুর্শিদাবাদ থেকে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার পারলালপুর হাইস্কুলে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গেও দেখা করেন সুকান্ত। তাঁদের সঙ্গে দেখা করার পর সুকান্ত বলেন, “যাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। আমরা জেলায় জেলায় রাস্তায় নামব। আর আদালতে যাব। একদিকে গণতান্ত্রিক পথে বিক্ষোভ চলবে। অন্যদিকে আইনি পথে লড়াই হবে।”





