SIR in Bengal: এবার মালদহে তৃণমূলের BLA-র মৃত্যু, SIR আতঙ্কের অভিযোগ
BLA died in Malda: ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মীরা হাসপাতালে পৌঁছে যান। শোক ও ক্ষোভে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই বৈষ্ণবনগর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে ভিড় নিয়ন্ত্রণ করে। মৃতের পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে বরকতের মৃত্যু হয়েছে।

মালদহ: এসআইআর আতঙ্কে ভোটারদের মৃত্যুর অভিযোগে প্রথম থেকে সরব তৃণমূল। কাজের চাপে বিএলও-দের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এবার তৃণমূলের এক বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)-র মৃত্যুতে এসআইআর আতঙ্কের অভিযোগ উঠল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম বরকত শেখ(৩২)। ঘটনাটি মালদহের কালিয়াচকের। তৃণমূলের বিএলএ-র মৃত্যুকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বর ও হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়ায়।
মৃত তৃণমূল কর্মী বরকত শেখের বাড়ি কালিয়াচকের চকসেহেরদি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধে ৭টা নাগাদ কালিয়াচক বিডিও অফিসের বাইরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বরকত শেখের বাবার নাম রশুল শেখের পরিবর্তে শুধু ‘শেখ’ লেখা ছিল। এই তথ্যগত ত্রুটি বরকত শেখকে মারাত্মক উদ্বেগে ফেলে দেয়।
জানা গিয়েছে, এই ত্রুটি দেখতে পেয়েই বরকত শেখ দ্রুত বিডিও অফিসে যান। কিন্তু সেখানেও তিনি কোনও সদুত্তর পাননি। এমনকি তাঁর নাম সংশোধন হবে নাকি তালিকায় উঠবে, এমন কোনও নিশ্চয়তাও তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ।এই পরিস্থিতিতে চূড়ান্ত আতঙ্কিত হয়ে তিনি বিডিও অফিসের বাইরে যেতেই হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মীরা হাসপাতালে পৌঁছে যান। শোক ও ক্ষোভে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই বৈষ্ণবনগর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে ভিড় নিয়ন্ত্রণ করে। মৃতের পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে বরকতের মৃত্যু হয়েছে।
