Accident: বাড়ির সামনে ৩ মাসের শিশু নিয়ে দাঁড়িয়ে বাবা, কী সর্বনাশ যে হয়ে গেল…
Maldah: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামশিমূল গ্রামের বাসিন্দা পেশায় মুহুরি মুন্না আলি নতুন গাড়ি কিনেছেন। তিনি গাড়ি চালানো শিখছিলেন। তুলসিহাটা থেকে গাড়ি চালিয়ে এদিন বাড়ির পথে আসছিলেন। গ্রামে ঢোকার মুখেই বাড়ি সামিউলদের। বাড়ির সামনেই স্ত্রী ও মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। মুন্নার গাড়ি এসে সোজা ধাক্কা মারে।
মালদহ: মর্মান্তিক পরিণতি যুবকের। স্ত্রী, সন্তান নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। এদিকে নতুন গাড়ি চালানো শিখছিলেন আরেক যুবক। সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। মৃত্যু হয় সামিউল হক (৪৮) নামে ওই ব্যক্তির। আহত হন নিহতের স্ত্রী ও তিন মাসের শিশু কন্যাও। মালদহের হরিশচন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রামপঞ্চায়েতের রামশিমূল গ্রামের ঘটনা। আহতদের হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামশিমূল গ্রামের বাসিন্দা পেশায় মুহুরি মুন্না আলি নতুন গাড়ি কিনেছেন। তিনি গাড়ি চালানো শিখছিলেন। তুলসিহাটা থেকে গাড়ি চালিয়ে এদিন বাড়ির পথে আসছিলেন। গ্রামে ঢোকার মুখেই বাড়ি সামিউলদের। বাড়ির সামনেই স্ত্রী ও মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। মুন্নার গাড়ি এসে সোজা ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে সামিউলের স্ত্রীকে ধাক্কা মারে গাড়িটি। পড়ে যান তিনি। এরপরই সামিউলের ধাক্কা লাগে। উপুড় হয়ে পড়েন মাটিতে। প্রায় ১০০ মিটার অবধি সেই গাড়ি সামিউলকে হিঁচড়ে নিয়ে যায় বলেও অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এলাকার লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সামিউল হকের মৃত্যু হয়।
নার্গিস বিবি নামে এক মহিলার কথায়, “হঠাৎ দেখে গাড়িটা আসছে। এসেই প্রথমে বউটাকে ঠুকে দিল। তারপর বরটাকে। মুন্না গাড়ি চালাচ্ছিল।” বাড়ির সামনে দাঁড়িয়েও এমন মর্মান্তিক পরিণতি, বিশ্বাসই হচ্ছে না এলাকার লোকজনের। পরিবারের দাবি, এর যথাযথ বিচার চান তাঁরা।